সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোহনবাগানে খেলে বুট জোড়া তুলে রেখেছিলেন মাঝমাঠের জেনারেল মেহতাব হোসেন। সবুজ ঘাসে মোড়া ময়দানে আবারও ফিরতে চলেছেন তিনি। তাঁর কর্মকাণ্ড অবশ্য এবার কলকাতায় নয়, ভোপালের দ্বিতীয় ডিভিশন ক্লাব মদন মহারাজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মেহতাব (Mehtab Hossain)। মধ্যপ্রদেশের প্রথম পেশাদার ক্লাব এই মদন মহারাজ (Madan Maharaj FC)। সেই ক্লাবেরই মেন্টর কাম ফুটবলার হিসেবে দেখা যাবে বহু যুদ্ধের সৈনিককে।
খেলোয়াড় জীবনে মাঝমাঠের স্তম্ভ ছিলেন মেহতাব। ট্রেভর জেমস মর্গ্যান জমানায় ইস্টবেঙ্গল জার্সিতে মাঠে রং ছড়িয়েছিলেন মেহতাব। মাঝমাঠে পেন্ডুলামের মতো দুলতেন তিনি। দুটোই উইংয়ে লম্বা বল বাড়াতেন। ১৪ নম্বর জার্সি পরে যেন নবজন্ম ঘটেছিল তাঁর। সবুজ-মেরুন জার্সি পরে ময়দানকে বিদায় জানিয়েছিলেন। খেলোয়াড় জীবনে মাঠে নেমে ফুল ফুটিয়েছেন মেহতাব। ফুটবলকে বিদায় জানানোর পরে সাদার্ন সমিতির মেন্টর কাম কোচের দায়িত্বও পালন করেছিলেন। আইএসএলেও কেরল ব্লাস্টার্স, জামশেদপুরের হয়ে চুটিয়ে খেলেন তিনি। প্রথম বারের আইএসএলে কেরল ব্লাস্টার্স ফাইনালে উঠে হেরে গিয়েছিল এটিকে-র কাছে। কেরল ব্লাস্টার্সের হলুদ জার্সিতে মাঝমাঠ সামলেছিলেন মেহতাব।
এবার ভোপালের দ্বিতীয় ডিভিশন ক্লাবের (2nd Division Club) হৃদপিণ্ডই তিনি। চলতি মাসের ২৩ তারিখ নাগাদ ভোপাল যাচ্ছেন তিনি। ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-কে মেহতাব বললেন, “এআইএফএফ-এর সমস্ত শর্তই পূরণ করেছে ক্লাব। ক্লাবের প্লেয়ার নির্বাচন করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সেই কারণেই ভোপালে যাব।”
মেহতাবের সঙ্গে কলকাতা থেকেও বেশ কয়েকজন ফুটবলার সই করবেন মদন মহারাজ ক্লাবে। তাঁদের মধ্যে রয়েছেন ময়দানের পরিচিত মুখ অর্ণব দাসশর্মা। আগের মতোই কি মাঝমাঠের দায়িত্ব সামলাবেন আপনি? প্রশ্নের জবাবে মেহতাব বলেন, “নতুন ক্লাবে আমি আগে মেন্টর। পরিস্থিতি বিচার করে তবেই আমি খেলবো।” বল পায়ে নেমে পড়লে কত নম্বর জার্সি পরবেন? মেহতাব বলেন, “খেললে অবশ্য ১৪ নম্বর জার্সি পরে খেলবো।” নতুন ভূমিকায় মেহতাবকে দেখার জন্য উদগ্রীব ফুটবলপ্রেমীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.