Advertisement
Advertisement

Breaking News

Quatar World Cup 2022

জাপানের কাছে হারের তেতো স্বাদ ভুলে অ্যাটলাস সিংহের গর্জন থামাতে মরিয়া স্পেন

মরক্কোকে হালকা ভাবে নিতে নারাজ স্প্যানিশ আর্মাডা।

Football World Cup 2022: Spain to go all out against Morocco। Sangbad Pratidin
Published by: Biswadip Dey
  • Posted:December 6, 2022 2:09 pm
  • Updated:December 6, 2022 2:09 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাতার বিশ্বকাপে (Quatar World Cup 2022) সবচেয়ে বড় অঘটন কী? ফুটবলপ্রেমীদের চোখের সামনে নির্দ্বিধায় ভেসে উঠবে জার্মানির (Germany) বিদায় কিংবা বেলজিয়ামের পদস্খলন। আর চমক? নিঃসন্দেহে এশীয় ফুটবল শক্তির জাগরণের সঙ্গে টুর্নামেন্টের শেষ ষোলোয় মরক্কোর জায়গা করে নেওয়া। বেলজিয়ামকে হারানো থেকে ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলকে পিছনে ফেলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট নিশ্চিত করা- কাতারে একটার পর একটা চমক দিয়েই চলেছে অ্যাটলাস সিংহরা। মঙ্গলবার তাদের চমক থামানোর চ্যালেঞ্জ স্পেনের সামনে (Morocco vs Spain)।

শুরুতে ৭ গোলে কোস্টারিকাকে উড়িয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করলেও গ্রুপের শেষটা মোটেই ভাল হয়নি লুইস এনরিকের দলের। শেষ ম্যাচে জাপানের কাছে হারটা তেতো বড়ি গেলার মতো গিলতে হয়েছে স্প্যানিশ আর্মাডাকে। তাই মরক্কো নিয়ে সতর্ক এনরিকে। প্রি-কোয়ার্টারে নামার আগে স্পেন কোচের গলায় ‘হাজার পেনাল্টি’র তত্ত্ব। গত বিশ্বকাপে শেষ ষোলোতে রাশিয়ার কাছে টাইব্রেকে হেরে বিদায় নিয়েছিল স্পেন। সেই টাইব্রেকার প্রসঙ্গ টেনে স্প্যানিশ কোচ বলেছেন, ‘‘বিশ্বকাপে আসার আগে প্লেয়ারদের হাজারখানা পেনাল্টি কিক প্র্যাকটিসের নির্দেশ দিয়েছিলাম। অধিকাংশই সেই হোমওয়ার্ক করে কাতারে এসেছে। বিশ্বকাপ চলাকালীন পেনাল্টি অনুশীলনের পর্যাপ্ত সময় নেই। ছেলেরা তাই আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে রেখেছে যেকোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য।’’

Advertisement

[আরও পড়ুন: মাঝরাতে তৃণমূল মুখপাত্র সাকেত গোখলেকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশ]

টাইব্রেকারকে ‘ভাগ্যের খেলা’ এমন অজুহাত হিসেবেও দেখতে নারাজ এনরিকে। জানিয়েছেন, ‘‘টাইব্রেকার কোনও লটারি নয়। ম্যাচের এমন একটা সময় টাইব্রেকার হয় যখন প্লেয়ারদের টেনশন সবচেয়ে বেশি থাকে। ভুলটাও বেশি হয়। পর্যাপ্ত ট্রেনিং থাকলে সেই অবস্থা থেকে বেরোনো সম্ভব।’’

চার বছর আগে গ্রপ পর্যায়ে মরক্কোর মুখোমুখি হয়েছিল স্পেন। সেই ম্যাচে অ্যাটলাস সিংহদের বশ মানাতে পারেনি লা রোজা। ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলে। এবার আরও ধারালো দেখাচ্ছে আশরফ হাকিমি, হাকিম জিয়েচদের। কতটা কঠিন হবে মরক্কোকে হারানো? এমন প্রশ্নে মেজাজ হারাতেও দেখা গেল এনরিকেকে। তাঁর কথায়, ‘‘এমন একটা দলের বিরুদ্ধে খেলব, যারা যথেষ্ট শক্তিশালী। ম্যাচটা একতরফাভাবে স্পেন জিতবে এমন ভাবা বোকামো । ম্যাচের হার কিংবা জয় আমার নিয়ন্ত্রণে নেই।’’ মরক্কোর বিরুদ্ধে নামার আগে এনরিকের গলায় যেখানে বাস্তববাদী সুর সেখানে বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন স্পেনের মিডফিল্‌ডার পেড্রি। ফাইনালে স্পেন-আর্জেন্টিনা স্বপ্নের লড়াই দেখছেন তিনি। আর তা হলে মেসির সঙ্গে জার্সি বদল করার ইচ্ছাপ্রকাশ করেছেন স্প্যানিশ মিডিও।

[আরও পড়ুন: ‘ইতিহাস খোঁজা আমাদের কাজ নয়’, তাজমহল নিয়ে জনস্বার্থ মামলায় বিরক্ত সুপ্রিম কোর্ট]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement