সোহম দে: সম্প্রতি ভারতীয় ফুটবল মহাকাশ হারিয়েছে তার দুই ধ্রুবতারা পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীকে। যাঁদের প্রয়াণে ভারতীয় ফুটবলের এক সোনালি অধ্যায় শেষ হয়েছে। দুই কিংবদন্তিকে শ্রদ্ধার্ঘ্য জানাতে তাই অভিনব উদ্যোগ নিতে চলেছে আইএফএ (IFA)। লকডাউন উঠলে চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে প্রদর্শনী টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে আইএফএ।
আইএফএ’র এই উদ্যোগ নিয়ে সচিব জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘‘চুনী গোস্বামী ও পিকে বন্দ্যোপাধ্যায় আমাদের সবার কাছে অনুপ্রেরণা। এমন মহান ব্যক্তিত্বদের সম্মান জানানো আমাদের কর্তব্য। পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামী দুই কিংবদন্তির কাছেই ফুটবল ছিল প্যাশন। তাই ইচ্ছে আছে দুই মহাতারকার স্মৃতিতে প্রদর্শনী টুর্নামেন্ট আয়োজন করার। প্রদীপদা ও চুনীদার পরিবারের সঙ্গে কথা বলব। লকডাউন উঠলে আবার রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গেও এই বিষয়ে আলোচনায় বসব। ক্লাবেদেরও পরামর্শ নেব। খুব বড় করে এই প্রদর্শনী ম্যাচটা করতে চাই।’’
আপাতত আইএফএ টার্গেট করছে এক ম্যাচের টুর্নামেন্ট। কিন্তু ম্যাচের সংখ্যা বাড়তেও পারে। যা ঠিক হয়েছে, প্রদর্শনী ম্যাচের বিজয়ীদের দেওয়া হবে পিকে বন্দ্যোপাধ্যায় ও চুনী গোস্বামীর নামাঙ্কিত ট্রফি। যা নিয়ে জয়দীপ বললেন, ‘‘আমরা একটাই প্রদর্শনী ম্যাচ করব বলে ঠিক করেছি। তবে চেষ্টা করছি কলকাতা ছাড়া জেলাতেও আর একটা ম্যাচ যাতে করা যায়।’’
প্রদর্শনী ম্যাচে খেলবেন কারা? আইএফএ সচিব বললেন, ‘‘সবাই এখানে অংশ নিতে পারে। বর্তমান থেকে প্রাক্তন যে কোনও ফুটবলারই অংশ নিতে পারে। এটা তো শ্রদ্ধার্ঘ্য। আর চুনীদা-প্রদীপদা সবার কাছে স্বপ্নের নায়ক। আমার ধারণা অনেক ফুটবলারই এই উদ্যোগ সফল করতে এগিয়ে আসবে।’’ ম্যাচের ভেন্যু হিসাবে কলকাতার দু’তিনটে স্টেডিয়ামকে পাখির চোখ করেছেন জয়দীপ। বললেন, ‘‘আমার প্রথম লক্ষ্য যুবভারতীতে ম্যাচটা করা। আর যুবভারতী না হলে আরও দু’তিনটে স্টেডিয়াম টার্গেট করেছি। আসলে এমন কিংবদন্তির শ্রর্দ্ধাঘ্য জানানোর জন্য যা-ই করি না কেন কোনওকিছুই যথেষ্ট নয়। তবুও আমার সাধ্যমতো একটা চেষ্টা করছি।’’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.