সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেল লাটিন আমেরিকার দুই মহাশক্তিধর দেশ। হারের মুখ দেখতে হল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। ভেনেজুয়েলার বিরুদ্ধে ড্র করল ব্রাজিলও। যদিও এই ফলাফলে দু’দলের কারও বিশ্বকাপের মূল পর্বে সুযোগ পাওয়া নিয়ে এখনই কোনও সংশয় তৈরি হচ্ছে না।
বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা প্যারাগুয়ের মুখোমুখি হয়েছিল। খাতায় কলমে অনেক দুর্বল প্যারাগুয়ের বিরুদ্ধে পূর্ণশক্তির দলই নামিয়েছিলেন কোচ স্কালোনি। কিন্তু তাতেও লাভের লাভ হল না। এগিয়ে গিয়েও হারের মুখ দেখতে হল নীল-সাদা ব্রিগেডকে। ম্যাচের ১১ মিনিটে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লউটারো মার্টিনেজ। কিন্তু আট মিনিট বাদেই দুর্দান্ত বাইসাইকেল কিকে গোল করে সমতা ফেরান অ্যান্তনিও সানাব্রিয়া। দ্বিতীয়ার্ধের দু’মিনিটেই জয়সূচক গোলটি পায় প্যারাগুয়ে। এবার গোল করেন ওমর আলডেরেট। এদিন ম্যাচে সেভাবে নজর কাড়েননি মেসি। উলটে রেফারির সঙ্গে তর্ক করে বিতর্কে জড়িয়ে পড়েছেন তিনি।
অন্যদিকে, ভেনেজুয়েলার কাছে আটকে গেল ব্রাজিল। রিও-তে বৃহস্পতিবার রাতে রাতে রাফিনহার দুর্দান্ত গোলে এগিয়ে যায় ব্রাজিল। ফ্রি-কিক থেকে অনবদ্য গোল করেন বার্সা মহাতারকা। কিন্তু মিনিট তিনেক বাদেই সেই গোল শোধ করে দেন ভেনেজুয়েলার টেলাসকো। পরে ব্রাজিলের কাছে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ ছিল। কিন্তু পেনাল্টি মিস করে সেই সুযোগ পণ্ড করেন ভিনিসিয়াস। শেষমেশ ব্রাজিলকে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়।
এই ফলাফলের পরও অবশ্য কোপা আমেরিকার বিশ্বকাপের বাছাই পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়ে গিয়েছে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল নেমে রয়ে গেল তৃতীয় স্থানে। তাঁদের সংগ্রহ ১৭ পয়েন্ট। লাটিন আমেরিকার ছটি দল বিশ্বকাপে সরাসরি সুযোগ পায়। সুতরাং ব্রাজিল বা আর্জেন্টিনা কারওরই মূল পর্বে ওঠা নিয়ে এখনই চিন্তার কোনও কারণ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.