Advertisement
Advertisement

Breaking News

FIFA World Cup

‘আমি তৈরি’, বিশ্বকাপ ফাইনালে নামার আগে রণহুঙ্কার লিও মেসির

ফাইনালের আগে চারটি শব্দেই নিজের অবস্থা বুঝিয়ে দিলেন লিও।

FIFA World Cup: 'I am ready', Leo Messi posts before all important final | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 17, 2022 7:40 pm
  • Updated:December 17, 2022 7:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের মঞ্চে ‘লাস্ট ডান্সে’র জন্য তিনি প্রস্তুত। আর্জেন্টিনার (Argentina) জার্সিতে ‘লাস্ট ডান্সে’র জন্য তিনি প্রস্তুত। ফুটবলজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য তিনি প্রস্তুতি। তিনি লিও মেসি (Leo Messi)। যার কাঁধে এখন সমস্যা জর্জরিত আস্ত একটা দেশের প্রত্যাশা পূরণের দায়িত্ব। ৩ দশকের অপেক্ষার অবসান ঘটানোর জন্য গোটা বিশ্বের আর্জেন্টিনাপ্রেমীরা যার দিকে তাকিয়ে, সেই লিও মেসি জানিয়ে দিলেন, সব প্রত্যাশা পূরণ করার জন্য তিনি প্রস্তুত।

Advertisement

ফাইনালের (FIFA World Cup Final) মহাযজ্ঞে নামার আর্জেন্টিনার অধিনায়কের চার শব্দের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট। তাতেই উত্তাল সোশ্যাল মিডিয়া। কী আছে ওই পোস্টে? নিজের ফেসবুক হ্যান্ডেলে মেসি বলেছেন, ‘ফাইনালের জন্য আমি তৈরি। এগিয়ে চলো আর্জেন্টিনা।’ একটি সংস্থার বিজ্ঞাপনী প্রচারে এই পোস্ট করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। কিন্তু সমর্থকরা বলাবলি শুরু করে দিয়েছেন, এটা শুধু বিজ্ঞাপনী প্রচার নয়। মেসির মনের কথা। প্রতিপক্ষকে যেমন তিনি হুঁশিয়ারি দিয়ে রাখলেন। তেমনি তাতিয়ে দিলেন নিজের সতীর্থদের।

[আরও পড়ুন: ‘মৃত্যুর আগে একবার তোমাকে জড়িয়ে ধরতে চাই’, মেসিকে খোলা চিঠি ছোটবেলার শিক্ষিকার]

আসলে এর আগেও বহুবার জাতীয় দলের জার্সিতে মেসি বড় বড় টুর্নামেন্টে খেলেছেন, অধিকাংশ ক্ষেত্রের তাঁর সঙ্গী হয়েছে ব্যর্থতা। কিন্তু কোনওবারই লিওকে এতটা প্রত্যয়ী মনে হয়নি। ফাইনালে নামার আগে তাঁর ফেসবুক পোস্টে কি সেই প্রত্যয়েরই বহিঃপ্রকাশ হল? মেসি কি বুঝিয়ে দিলেন, সেই সব ফুটবল পাগলদের প্রত্যাশাপূরণের জন্য তিনি প্রস্তুত। যারা তাঁর খেলায় শিল্প খুঁজে পান। যারা মেসির শ্রেষ্ঠত্ব প্রমাণের আশায় বছরের পর বছর ধরে অপেক্ষা করে আছেন?

[আরও পড়ুন: লাতিন ফুটবল ভাল না! এমবাপের মন্তব্যে রোষ, ফ্রান্স শিবিরে অশান্তি বেঞ্জেমাকে নিয়ে]

ফলাফল যাই হোক, ফ্রান্সের বিরুদ্ধে ফাইনালে যে মেসি নিজের ১০০ শতাংশ দিয়ে দেবেন, তাতে আর কোনও সংশয় রইল না। যতই লিওর চোট নিয়ে আশঙ্কা থাক। যতই অনুশীলনে তাঁকে না দেখা যাক। ফ্রান্স (France) ম্যাচের জন্য মেসি যে প্রস্তুত সেটা তিনি নিজেই জানিয়ে দিলেন ফেসবুক পোস্টের মাধ্যমে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement