Advertisement
Advertisement
Cristiano Ronaldo

ফুটবল বিশ্বকাপ থেকেও বাদ পড়ল রাশিয়া, পুতিনের ইউক্রেন হামলার নিন্দায় রোনাল্ডো

পুতিনের 'সম্মান' খর্ব করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।

FIFA to expel Russia from World Cup | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 28, 2022 10:40 pm
  • Updated:February 28, 2022 11:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ার ইউক্রেন আক্রমণ কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। সাধারণ মানুষের মতোই যুদ্ধের প্রতিবাদে সরব খেলার দুনিয়ার তারকারা। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। দিলেন শান্তির বার্তা। এদিকে, বিশ্বকাপ কোয়ালিফায়ারে রাশিয়ার অংশগ্রহণে নয়া নির্দেশিকা জারি করল ফিফা।

ইউক্রেনে হামলা (Russia Ukraine Crisis) চালাচ্ছে রুশ সেনা। আতঙ্কে রাত কাটছে ইউক্রেনবাসীর। যুদ্ধবিধ্বস্ত কিয়েভ ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজ চালাচ্ছেন নাগরিকরা। বন্দুক আর গুলিতে শয়ে শয়ে মানুষ প্রাণ হারিয়েছেন। এমন পরিস্থিতি একেবারেই কাম্য নয়, বলছেন সিআর সেভেন। যুদ্ধ কেবলই ধ্বংসের পথ প্রশস্ত করে, অসহায়দের প্রাণহানি হয়। তাই শান্তির পক্ষেই সওয়াল করলেন পর্তুগিজ মহাতারকা। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “আগামী প্রজন্মের জন্য আমাদের বিশ্বটাকে সুন্দর করে তুলতে হবে। বিশ্ব শান্তির কামনা করি।”

Advertisement

[আরও পড়ুন: ISL 2022: জয় অধরাই, লাস্ট বয়ের তকমা ঘোচাতে ব্যর্থ এসসি ইস্টবেঙ্গল]

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা (FIFA)। সোমবার প্রথমে তাদের তরফে রুশ ফুটবলারদের জন্য জারি হল কড়া নির্দেশিকা। ফিফা জানিয়েছিল, বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে রাশিয়াকে। সেই সঙ্গে নিষেধাজ্ঞা জারি হল রুশ পতাকা ব্যবহারে। গাওয়া যাবে না জাতীয় সংগীতও। পরে অবশ্য স্পষ্ট জানিয়ে দেওয়া হয় কাতার বিশ্বকাপ খেলতে পারবে না পুতিনের রাশিয়া।
পাশাপাশি উয়েফার তরফেও জানানো হয়েছে, রাশিয়ার কোনও ক্লাবও আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। ফিফার পথে হেঁটে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল আন্তর্জাতিক অলিম্পিক কমিটিও। 

 

ইউক্রেন আক্রমণের তীব্র নিন্দা করে এদিনই জানানো হল, আন্তর্জাতিক স্পোর্টস ফেডারেশনকে বলা হয়েছে যাতে কোনও প্রতিযোগিতায় রুশ এবং বেলারুসের খেলোয়াড়রা অংশ নিতে না পারেন। তার জন্য সব ধরনের পদক্ষেপ করতে হবে। এমনকী অলিম্পিক অর্ডার পুরস্কার থেকেও সরিয়ে নেওয়া হল রুশ রাষ্ট্রপতি পুতিনের নাম। উল্লেখ্য, ইতিমধ্যেই আন্তর্জাতিক জুডো ফেডারেশনের প্রেসিডেন্ট পদ থেকে সাসপেন্ড করা হয়েছে পুতিনকে। সব মিলিয়ে ইউক্রেন হামলার পর খেলার দুনিয়ায় ক্রমেই কোণঠাসা হচ্ছে সর্বশক্তিধর রাশিয়া।

[আরও পড়ুন: দীপা কর্মকার কি সাসপেন্ড? আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশনের তথ্যে তুঙ্গে বিতর্ক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement