সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক শতাব্দী পরেও যেন ফুটবলপ্রেমীর মনে উজ্জ্বল থাকে পেলের (Pele) স্মৃতি, তা নিয়ে সচেষ্ট হওয়ার বার্তা দিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (Gianni Infantino)। এজন্য প্রত্যেক সদস্য দেশকে অন্তত একটা স্টেডিয়ামের নাম ফুটবল সম্রাটের নামে রাখার অনুরোধ করা হবে বলে ঘোষণা করেছেন তিনি। পেলেকে শেষ শ্রদ্ধা জানাতে আরও কয়েক হাজার অনুরাগীর মতো ইনফান্তিনোও সোমবার হাজির হয়েছিলেন স্যান্টোস এফসির ঘরের মাঠ ভিয়া বেলমিরো স্টেডিয়ামে।
সেখানেই তিনি ফুটবল সম্রাটের পরম্পরা রক্ষা প্রসঙ্গে বললেন, “আমরা সব সদস্য দেশকে অনুরোধ করব তাদের দেশে অন্তত একটা ফুটবল স্টেডিয়ামের নামকরণ যেন পেলের নামে করা হয়। আজ থেকে কয়েক দশক পরও যখন সেখানে একটা ম্যাচ হবে, গোল হবে-কোনও কিশোর হয়তো তার বাবাকে জিজ্ঞেস করবে, পেলে কে ছিলেন? এভাবেই মানুষের মনে থেকে যাবেন পেলে। ভবিষ্যৎ প্রজন্ম জানতে পারবে পেলের কথা, তাঁর গুরুত্বের কথা।”
সাও পাওলোর হাসপাতাল থেকে স্যান্টোসের পথে ফুটবল সম্রাটের শেষ যাত্রায় হাজির ছিলেন ইনফান্তিনো। স্যান্টোসের স্টেডিয়ামে দাঁড়িয়ে পেলের স্মৃতিচারণাও করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন ফিফা সভাপতি। বললেন, “সারা বিশ্ব জানে পেলে কে এবং পেলে ফুটবলের জন্য কী কী করেছে। পেলেকে দেখেই বহু মানুষ ফুটবলের প্রেমে পড়েছেন। পেলে চিরন্তন। সর্বকালের সম্রাট। তাঁর প্রয়াণ আমাদের কাছে অত্যন্ত বেদনার খবর। কিন্তু পেলের খেলার কথা ভাবলে আমরা এখনও হেসে উঠি।”
ভবিষ্যৎ প্রজন্মের সামনে ফুটবল সম্রাটের কথা তুলে ধরার উপর বাড়তি জোর দিয়েছেন ইনফান্তিনো। তাঁর কথায়, “সারা বিশ্বের তরুণ সমাজ, ভবিষ্যৎ প্রজন্মের সামনে পেলের কথা তুলে ধরতে হবে।’’ সোমবার সারাদিন প্রিয় ক্লাবে শায়িত ছিলেন ফুটবল সম্রাট। মঙ্গলবার সকালে সেখান থেকে দেহ নিয়ে শেষযাত্রা শুরু হবে। তারপরেই কবরস্থ করা হবে পেলের দেহ। শুধুমাত্র পরিবারের সদস্যরাই শেষকৃত্যে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.