দুই দলের সমর্থকদের মধ্যেই বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। ছবি: টুইটার
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের (FIFA World Cup Qualifier) যোগ্যতার ম্যাচে ব্রাজিল (Brazil) বনাম আর্জেন্টিনার (Argentina) সমর্থকদের মারামারির ঘটনার তদন্ত শুরু করল ফিফার (FIFA) শৃঙ্খলারক্ষা কমিটি। গত বুধবার রাতে মারাকানায় মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী। জাতীয় সংগীতের পরেই উত্তপ্ত হয়েছিল গ্যালারি। সংঘর্ষে জড়িয়ে ছিলেন দুই দেশের সমর্থকরা। আর তাই ব্রাজিল ও আর্জেন্টিনা, দুই দেশের বিরুদ্ধে তদন্ত শুরু করল ফিফা।
দুই দলের সমর্থকদের মধ্যেই বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। আর্জেন্টিনার সমর্থকদের বিরুদ্ধে গ্যালারিতে গুন্ডামির অভিযোগ উঠছে। ব্রাজিলর বিরুদ্ধে অভিযোগ, পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ার জন্য। ইতিমধ্যেই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফ থেকে শাস্তি সুপারিশ করা হয়েছে ব্রাজিলের বিরুদ্ধে। সেখানে বলা হয়েছে, পয়েন্ট কাটার পাশাপাশি পরের দুটি ম্যাচ মারাকানার খালি স্টেডিয়ামে খেলতে হতে পারে ব্রাজিলকে।
সেই একেবারে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল মারাকানা স্টেডিয়াম। ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে মারামারিতে রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি। সামাল দিতে বাধ্য হয়ে লাঠি চার্জ করতে হয় পুলিশকে। বিশৃঙ্খলার প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যান লিওনেল মেসি (Lionel Messi)।
সেই রাতে ঘটনার জন্য রিও-তে ম্যাচ শুরু হতে প্রায় ৩০ মিনিট দেরি হয়। মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যেতে হয় লিও মেসি ও তাঁর আর্জেন্টিনাকে। এদিকে, আর্জেন্টাইন ফুটবলারদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষের অভিযোগ করেছিলেন ব্রাজিল ফুটবলার রডরিগো।
খেলা শুরুর আগেই দুই দলের সমর্থকরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। একে অপরের দিকে ননা জিনিসপত্র ছুড়তে শুরু করে তারা। যা দেখে হতবাক হয়ে যান দু’দেশের ফুটবলাররাই। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে আসরে নামে পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। যার জেরে দু’দলেরই বহু সমর্থক আহত হন। সেই ঘটনার ছবি ও ভিডিও দাবানলের মতো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.