সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালের ফিফার সেরা ফুটবলারের শিরোপা পাবেন কে? লিওনেস মেসি, কিলিয়ান এমবাপে নাকি করিম বেঞ্জেমা! এ নিয়ে ফুটবলপ্রেমীদের কৌতূহল তুঙ্গে। সকলেই অপেক্ষায় রয়েছেন, ২৮ ফেব্রুয়ারির। যেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে সেই তারকার নাম। কিন্তু তার আগেই ফাঁস হয়ে গেল বিজয়ীর নাম!
৩৬ বছরের খরা কাটিয়ে আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়ে ইতিহাস গড়েছেন মেসি (Lionel Messi)। শুধুই অধিনায়ক নয়, কাতারে তাঁর ব্যক্তিগত পারফরম্যান্সও নজরকাড়া। সোনার বলও ওঠে তাঁর হাতে। তাছাড়া ধুকতে থাকা প্যারিস সাঁ জাঁকেও (PSG) অক্সিজেন জুগিয়েছে এলএম টেনের পা। অন্যদিকে ফ্রান্সের জার্সিতে দুর্দান্ত ছন্দে বিশ্বকাপে ধরা দিয়েছিলেন এমবাপে (Kylian Mbappe)। সোনার বুকের মালিক হয়ে যান তরুণ স্ট্রাইকার।
এদিকে চোটের কারণে বেঞ্জেমা (Karim Benzema) বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও গতবারই সবচেয়ে বেশি বয়সে ব্যালন ডি’অর জয়ের নজির গড়েছেন তিনি। গতবছরই দেশের হয়ে অবসরও ঘোষণা করেছেন ফরাসি স্ট্রাইকার। তাই বর্ষসেরা হওয়ার দৌড়ে তিন তারকার মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, তা বলাইবাহুল্য। কিন্তু ঘোষণার আগেই ফাঁস বিজয়ীর নাম।
আর্জেন্টাইন সাংবাদিক ফ্রান্সেস আগুইলারের খবর অনুযায়ী, ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেতে চলেছেন লিও মেসিই। যাঁকে গতবার মনোনীতও করেনি ব্যালন ডি’অর আয়োজকরা। তাই আর্জেন্টাইন সুপারস্টারকে সেরার শিরোপা দিয়ে নাকি সেই আয়োজকদেরই বার্তা দিতে চায় ফিফা। গতবছরটা যেন সোনা দিয়েই মোড়ানো ছিল মেসির। এবার এ খবর সত্যি হলে পিএসজি সতীর্থ এমবাপে এবং রিয়াল তারকা বেঞ্জেমাকে পিছনে ফেলে বর্ষসেরার পুরস্কারও উঠবে তাঁর হাতেই। এখন শুধু ফিফার ঘোষণার অপেক্ষা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.