Advertisement
Advertisement

মেসি-বেঞ্জেমা রয়েছেন, ফিফার বর্ষসেরায় নেই রোনাল্ডো

ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’-এ মনোনীত চূড়ান্ত তালিকা প্রকাশ করল ফিফা।

FIFA 23 Team of the Year, Cristiano Ronaldo not on shortlist । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:January 13, 2023 11:52 am
  • Updated:January 13, 2023 12:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফিফার (FIFA) বর্ষসেরা ‘দ্য বেস্ট’-এ মনোনীত চূড়ান্ত তালিকা প্রকাশ করল ফিফা। ১৪ জনের সংক্ষিপ্ত তালিকায় সবচেয়ে বড় চমক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) নাম না থাকা। তবে তালিকায় রয়েছে বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি থেকে ব্যালন ডি’অর জয়ী করিম বেঞ্জেমার (Karim Benzema) নাম।

পুরুষ ও মহিলা দুই বিভাগের বর্ষসেরা প্লেয়ার, কোচ, গোলকিপার এবং বছরের সেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ডের মনোনীতদের নাম প্রকাশ করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ষসেরা বাছাইয়ে চলবে পাবলিক ভোটিং পর্ব। দুই বিশেষজ্ঞের প্যানেলের মাধ্যমে বেছে নেওয়া হয়েছে বর্ষসেরার মনোনীতদের তালিকা। 

Advertisement

[আরও পড়ুন: অসুস্থতার জের! বিরাটদের সঙ্গে তিরুঅনন্তপুরম গেলেন না কোচ দ্রাবিড়]

পুরুষদের বর্ষসেরা প্লেয়ারদের তালিকায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মেসি ছাড়াও তালিকায় নাম রয়েছে জুলিয়ান আলভারেজের। কাতার বিশ্বকাপে রানার্স ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে ‘দ্য বেস্ট’-এর দৌড়ে রয়েছেন বেনজেমা। পাশাপাশি রয়েছেন ম্যাঞ্চেস্টার সিটির হয়ে ইপিএলে সাড়া ফেলে দেওয়া নরওয়েজিয়ান তারকা এর্লিং হালান্ড, পোল্যান্ডের রবার্ট লেয়নডস্কি। ব্রাজিলের দুই মুখ নেমার ও ভিনিসিয়াস জুনিয়ার। সঙ্গে ক্রোয়েশিয়ার লুকা মডরিচ এবং বিশ্বকাপের ‘চমক’ মরক্কোর আশরফ হাকিমি।

তবে তালিকায় সাদিও মানে, মহম্মদ সালাহ, জুড বেলিংহ্যামের নাম থাকলেও রোনাল্ডোর বাদ পড়া অন্যতম বড় বিস্ময়। কাতারে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ ঘটেছিল সিআর সেভেনের। বিশ্বকাপের পরেই সৌদি আরবের আল নাসরের সঙ্গে রেকর্ড অঙ্কে চুক্তিবদ্ধ হন পাঁচবারের ব্যালন ডি’অর ও দুই বারের ‘দ্য বেস্ট’ বিজেতা। বর্ষসেরার তালিকায় পর্তুগিজ তারকার নাম না থাকায় অবাক রোনাল্ডো অনুরাগীরা।
এদিকে, ফিফার বর্ষসেরা কোচের দৌড়ে কার্লো অ্যান্সেলোত্তি, দিদিয়ের দেশঁ, পেপ গুয়ার্দিওলার সঙ্গে রয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তালিকায় নাম রয়েছে মরক্কোর কোচ ওয়ালিদ রেগ্রাগিয়ের।

বর্ষসেরা গোলকিপারের দৌড়ে আছেন এমিলিয়ানো মার্টিনেজ, অ্যালিসন বেকার, ইয়াসিন বুনো, থিবো কুর্তোয়া, এডারসন। পুসকাস পুরস্কারের দৌড়ে নাম রয়েছে কিলিয়ান এমবাপে, রিচার্লিসনের সঙ্গে মারিও বালোতেল্লির।

[আরও পড়ুন: লাগাতার প্রাণনাশের হুমকি ইসলামিক সংগঠনের, নূপুর শর্মাকে বন্দুক রাখার অনুমতি দিল্লি পুলিশের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement