সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দল থেকে বাদ দেওয়া হোক ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে- বিশ্বকাপে একাধিক বার শোনা গিয়েছে পর্তুগাল ভক্তদের এই দাবি। তাঁদের মতে, সিআর সেভেন মাঠে নেমে আগের মতো বিপক্ষকে শেষ করে দিতে পারছেন না। ফুটবল সমর্থকদের সেই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটল কাতারের স্টেডিয়ামে। মরক্কোর বিরুদ্ধে পর্তুগালের ম্যাচের সময় রোনাল্ডোকে (Christiano Ronaldo) লক্ষ্য করে জল ছোঁড়েন এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে অবশ্য সেই ব্যক্তিকে মাঠ থেকে সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা।
বিশ্বকাপের (Qatar World Cup) দ্বিতীয় রাউন্ডে সুইজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে ছিলেন না রোনাল্ডো। মরক্কোর বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচেও তাঁকে ছাড়াই দল নামিয়েছিলেন পর্তুগিজ কোচ ফের্নান্দো স্যান্টোস। বেঞ্চে বসেই দলের খেলা দেখেছেন রোনাল্ডো। তাঁর দিকে জল ছোঁড়ার ঘটনাটি ঘটে মরক্কোর (Portugal vs Morocco) বিরুদ্ধে হাফ টাইমের সময়। সেই সময়ে ১-০ ফলে এগিয়ে ছিল আফ্রিকার দেশটি।
বিরতিতে মাঠের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন রোনাল্ডো। তখনই আচমকা স্টেডিয়াম থেকে এক ব্যক্তি বোতল খুলে সিআর সেভেনের দিকে জল ছুঁড়ে দেন। ব্যাপারটি খেয়াল করলেও ওই ব্যক্তিকে কিছুই বলেননি পর্তুগিজ মহাতারকা। তবে সঙ্গে সঙ্গে মাঠে ঢুকে আসেন নিরাপত্তারক্ষীরা। রোনাল্ডোর দিকে জল ছোঁড়ার অপরাধে তাঁকে বের করে দেওয়া হয়। তবে ওই ব্যক্তির বিরুদ্ধে আরও কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, তা অবশ্য জানা যায়নি।
Angry fan escorted out for throwing water on Ronaldo. Not difficult to show some respect. Good result. pic.twitter.com/HHVLv051Y4
— Adriano Del Monte (@adriandelmonte) December 10, 2022
প্রসঙ্গত, চলতি বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল করে নয়া রেকর্ডের মালিক হয়েছিলেন সিআর সেভেন। টানা পাঁচটি বিশ্বকাপে গোল করার নজির গড়েছিলেন তিনি। তবে তারপর থেকে আর সেভাবে জ্বলে উঠতে পারেননি। নকআউট পর্ব থেকে আর দলে সুযোগ পাননি। মরক্কোর কাছে হাড্ডাহাড্ডি লড়াই করে হার মানতে হয় পর্তুগালকে। চোখের জলে বিশ্বকাপ অভিযান শেষ হয় রোনাল্ডোর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.