Advertisement
Advertisement

Breaking News

Pele

সাও পাওলোর হাসপাতালেই ক্রিসমাস উদযাপন, পেলের পাশে গোটা পরিবার

হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন ফুটবল সম্রাট।

Family gather by Pele’s bedside at Sao Paulo hospital in Christmas | Sangbad Pratidin
Published by: Kishore Ghosh
  • Posted:December 26, 2022 8:47 am
  • Updated:December 26, 2022 8:47 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভরতি ফুটবল সম্রাট পেলে (Pele)। তাই বড়দিন উপলক্ষে সাও পাওলোর (Sao Paulo) সেই ‌অ‌্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে (Albert Einstein Hospital) তাঁর পরিবারের সকলে উপস্থিত হলেন। চিকিৎসকরা এই সপ্তাহের শুরুর দিকে বলেছিলেন যে, পেলের ক‌্যান্সার বাড়ছে। এছাড়াও কিডনি এবং হৃদযন্ত্রে সংক্রমণ ধরা পড়েছে। তবে তিনি সঠিক পর্যবেক্ষণের মধ্যে রয়েছেন। তারপর থেকে ফুটবল সম্রাটের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকদের তরফে আর কোনও বার্তা দেওয়া হয়নি।

ইতিমধ্যেই পেলের পুত্র এডিনহো সাও পাওলোয় এসেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে একমাত্র চিকিৎসকরাই তাঁর বাবাকে সাহায‌্য করতে পারেন। পেলের কন‌্যা কেলি এক বিবৃতিতে বলেছেন, ‘‘এডসন এখন এখানে আছে। লড়াই আর বিশ্বাস নিয়ে আমরা এখনও আছি। আরও একটা রাত কাটাবো।’’

Advertisement

[আরও পড়ুন: এবার বড়দিনে আর্জেন্টিনায় সান্তা ক্লজ হিসেবে হাজির খোদ মেসি! ব্যাপারটা কী? দেখুন ভিডিও]

সংবাদসংস্থা সিএনএন জানাচ্ছে, পেলে যে হাসপাতালে আছেন, সেখানেই পেলেকে নিয়ে ক্রিসমাস (Christmas) উদযাপন করছেন পেলের পরিবার। হাসপাতালের বেডে শুয়ে থাকা পেলেকে জড়িয়ে ধরে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন কেলি। পাশে রয়েছেন এডিনহো ও তাঁর দুই সন্তান। এই ছবি এডিনহোও পোস্ট করে বলেছেন, ‘‘আমরা কোথাও যাচ্ছি না। এখানেই থাকছি। বাবা, আমার শক্তি তোমার।’’

[আরও পড়ুন: মার্টিনেজের আচরণে তিতিবিরক্ত, আর্জেন্টাইন গোলকিপারকে ছেঁটে ফেলার পথে অ্যাস্টন ভিলা]

গোটা বিশ্ব যখন ক্রিসমাস উদযাপনে ব‌্যস্ত, তখন ফুটবল সম্রাট রয়েছেন হাসপাতালে। তাঁর শারীরিক অবস্থা খুব একটা ভাল নয়। শ্বাসযন্ত্রের সমস‌্যা রয়েছে। গতবছর সেপ্টেম্বরে পেলের কোলন ক‌্যান্সার ধরা পড়ে। তার পর থেকেই নানা সমস‌্যায় বেশ কয়েকবার হাসপাতালে ভরতি হতে হয়েছে ৮২ বছরের ব্রাজিলিয়ান কিংবদন্তিকে। কয়েকদিন আগে পেলের কন‌্যা কেলি লিখেছিলেন, ‘‘এবার আমাদের ক্রিসমাস উদযাপন বাড়িতে হবে না। চিকিৎসকদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’ তিনি আরও জানিয়েছেন যে, হাসপাতাল যে পরিষেবা দিচ্ছে, তা বাড়িতে পাওয়া সম্ভব নয়। ফলে পেলেকে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement