সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর বিরুদ্ধে ধর্ষণ এবং জোর করে যৌন সম্পর্ক করার চেষ্টার অভিযোগ রয়েছে। ধর্ষণের অভিযোগে ফেঁসে যাওয়ায় ফুটবলের সাজানো কেরিয়ার ছাড়তে হয়েছে তাঁকে। তবু যেন দমছেন না ফ্রান্সের বেঞ্জামিন মেন্ডি (Benjamin Mendy)। অভিযোগ, মহিলার সঙ্গে জোর করে সম্পর্ক স্থাপনের পর সগর্বে তিনি বলেছেন, “আমি তো ১০ হাজার মহিলার সঙ্গে শুয়েছি।”
বেঞ্জামিন মেন্ডি, একটা সময় বিশ্ব ফুটবলের অন্যতম সম্ভাবনাময় লেফট ব্যাক ছিলেন। ম্যাঞ্চেস্টার সিটি (Manchester City), মোনাকোর মতো ক্লাবে খেলেছেন। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলেরও সদস্য ছিলেন। এ হেন ফুটবলারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আগেও উঠেছিল। মেন্ডির বিরুদ্ধে মোট ১৩ জন মহিলা ধর্ষণের অভিযোগ করেন। যার জেরে তাঁকে গ্রেপ্তারও হতে হয়। সেই অভিযোগের বিচার এখনও চলছে।
এরই মধ্যে তাঁর বিরুদ্ধে আরও এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এবার এক তরুণী তাঁর নামে নালিশ করেছেন আদালতে। অভিযোগ, মেন্ডি ওই তরুণীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন। এবং সঙ্গমের পর তাঁকে বলেন, ‘কোনও অসুবিধা নেই, আমি ১০ হাজার মহিলার সঙ্গে যৌন সংসর্গ করেছি।’ ওই তরুণী আদালতে ফুটবলারের বিরুদ্ধে যে অভিযোগ করেছেন, তাতেই এই কথাটি উল্লেখ আছে। শোনা যাচ্ছে, বিচারপ্রক্রিয়ায় এই কথাটিই মেন্ডির বিপক্ষে যাচ্ছে।
বস্তুত, একটা সময় মেন্ডি বেশ সম্ভাবনাময় ফুটবলার ছিলেন। কিন্তু ধর্ষণের অভিযোগ ওঠার পর তাঁর ফুটবল কেরিয়ার কার্যত শেষ হওয়ার জোগাড়। ফ্রান্সের জাতীয় দলে আর তাঁকে খেলানো হচ্ছে না। গ্রেপ্তার হওয়ার পর ম্যাঞ্চেস্টার সিটিও আর তাঁকে খেলায় না। শোনা যাচ্ছে, তাঁর চুক্তিও ছেঁটে ফেলা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.