Advertisement
Advertisement

Breaking News

Euro Cup 2024

ইউরোর ইতিহাসে দ্রুততম গোল হজম করেও জয় ইটালির

কঠিন গ্রুপে জয় দিয়ে শুরু গতবারের চ্যাম্পিয়নদের।

Euro Cup 2024: Italy recovers to beat Albania 2-1
Published by: Subhajit Mandal
  • Posted:June 16, 2024 8:53 am
  • Updated:June 16, 2024 8:53 am  

ইতালি : ২ (বাস্তোনি, বারেল্লা)
আলবেনিয়া : ১ (বায়রামি)
স্টাফ রিপোর্টার: ফেডেরিকো ডিমার্কো তো বটেই, ইটালির কেউই বিশ্বাস করতে পারছিলেন না বিষয়টা। অবশ্য গ্যালারিতে উপস্থিত কয়েক হাজার দর্শকও কি বুঝে উঠতে পেরেছিলেন? ততক্ষণে তো অনেকে নিজের চেয়ারে বসতেও পারেননি ঠিকমতো!

২২ সেকেন্ড। মাত্র ২২ সেকেন্ড। শনিবার ডর্টমুন্ডে ইটালির জালে বলটা পাঠাতে মাত্র এইটুকু সময়ই নিয়েছিলেন আলবেনিয়ার নেদিম বায়রামি! ডিমার্কো সাইডলাইন থেকে থ্রো-টা করেছিলেন নিজেদের বক্সে দাঁড়ানো সতীর্থের উদ্দেশ্যে। নিজেদের ভুল বোঝাবুঝিতে সেই বল ধরে নেন বায়রামি। তারপর, ইতিহাস। ১৯৬০ সালে থেকে চলে আসা প্রতিযোগিতার (Euro Cup 2024) দ্রুততম গোলটা করে যান আলবেনিয়ান ফরোয়ার্ড। যিনি ঘটনাচক্রে খেলেন ইতালির ক্লাব সাসুলোর হয়ে। এর আগে ইউরোর ইতিহাসে একবার মাত্র গোল করেছে আলবেনিয়া। সেটা ২০১৬ সালে রোমানিয়ার বিরুদ্ধে। গোলটি করেন অধুনা মোহনবাগান (Mohun Bagan) ফুটবলার সাদিকু।

Advertisement

[আরও পড়ুন: দেবের সঙ্গে প্রেম, জানতে পেরেই রুক্মিণীকে চড় মায়ের! অভিনেত্রী ফাঁস করলেন তথ্য]

অবশ্য দ্রুততম গোলের সেই ধাক্কা সামলাতে বিশেষ সময় নেননি কোচ লুসিয়ানো স্প্যালেত্তির ছাত্ররা। ১১ মিনিটে লরেঞ্জো পেলেগ্রিনির থেকে পাওয়া বল লম্বা শটে গোলে পাঠানোর মাধ্যমে ম্যাচে সমতা ফেরালেন ইটালির ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। এর মিনিট পাঁচেকের মধ্যেই এগিয়ে গেল আজুরিরা। এবার গোল করলেন নিকোলো বারেল্লা। জটলার মধ্য দিয়ে বল পেয়েই গোলে পাঠালেন তিনি। কাকতালীয়ভাবে, ডিমার্কো, বাস্তোনি আর বারেল্লা– তিনজনই খেলেন ইন্টার মিলানের (Inter Milan) হয়ে। আলবেনিয়ার বিরুদ্ধে জয়টা অবশ্য ম্যাচের ৩৩ মিনিটেই নিশ্চিত হয়ে যেত ইটালির। ডেভিড ফ্রাট্টেসির শট পোস্টে লেগে না ফিরলে। শেষ পর্যন্ত ২-১ গোলেই ম্যাচ জিতল ইতালি।

[আরও পড়ুন: গার্ডেনরিচ কাণ্ডে ৮৮ দিনের মাথায় চার্জশিট পেশ, অভিযুক্ত প্রোমোটার-সহ ৬ জন]

জিতলেও এদিন যেভাবে বারবার দুর্বল আলবেনিয়ার রক্ষণের সামনে আটকে যেতে হল ইটালিকে (Italy) সেটা খানিকটা চিন্তায় রাখবে আজুরি কোচ স্প্যালেত্তিকে। তবে কঠিন গ্রুপে অঘটনের সম্ভাবনা এড়াতে পেরে স্বস্তির নিঃশ্বাসও ফেলবেন আজুরি কোচ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement