Advertisement
Advertisement
Euro Cup 2024

সহকারী কোচের হলুদ কার্ড গড়ে দিল পার্থক্য! স্লোভেনিয়াকে টপকে গ্রুপে দ্বিতীয় ডেনমার্ক

পয়েন্ট থেকে গোল পার্থক্য, 'সি' গ্রুপে এক জায়গাতেই ছিল দুদল।

Euro Cup 2024: Denmark finish above Slovenia due to yellow card to an Assistant coach
Published by: Arpan Das
  • Posted:June 27, 2024 2:03 pm
  • Updated:June 27, 2024 2:38 pm  

স্টাফ রিপোর্টার: একটা বাড়তি হলুদ কার্ড। আর তাতেই সমস্ত ওলটপালট!
ইউরোর (Euro Cup 2024) গ্রুপ ‘সি’ নিয়ে কথা হচ্ছে। সেখানে ডেনমার্ক আর স্লোভেনিয়ার পজিশনগত তফাত করে দিল একটা হলুদ কার্ড! যে ঘটনা বেশ বিরল।

[আরও পড়ুন: দিমির পর এবার মাদিহ তালাল, নয়া মরশুমে শক্তি বাড়াচ্ছে ইস্টবেঙ্গল]

গ্রুপ ‘সি’-তে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে শেষ করেছে ইংল‌্যান্ড। দ্বিতীয় স্থান নিয়ে লড়াই চলছিল ডেনমার্ক আর স্লোভেনিয়ার মধ‌্যে। তা বিড়ম্বনা সৃষ্টি হয়, দু’দলের পজিশন ঠিক করতে গিয়ে। দেখা যায়, পয়েন্টে, গোল করায়, গোল খাওয়ায়, গোল পার্থক‌্যে, সর্বত্র এক জায়গায় অবস্থান করছে ডেনমার্ক এবং স্লোভেনিয়া। এরপর দেখা হয়, দু’দলের হলুদ কার্ড সংখ্যা! কী আশ্চর্য, সেখানেও দেখা যায় দু’দল সমান-সমান। ডেনমার্ক ও স্লোভেনিয়া–দু’দলই সমান হলুদ কার্ড দেখেছে। কিন্তু তার পরেও কী করে ডেনমার্ক দ্বিতীয় পজিশন? সে এক অত‌্যাশ্চর্য নিয়মে। দু’দলের সবই এক হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত দু’দলে তফাত গড়ে স্লোভেনিয়ার সহকারী কোচ মিলভোয়ে নোভাকোভিচের একটা বাড়তি হলুদ কার্ড! সেটাকে ধরে স্লোভেনিয়ার হলুদ কার্ড দাঁড়ায় সাত। ডেনমার্কের ছয়। আর সেটাই শেষ পর্যন্ত গ্রুপ পর্বে দু’নম্বর করে ডেনমার্ককে। স্লোভেনিয়া হয়ে যায় তিন।

Advertisement

[আরও পড়ুন: ঘুচল ‘চোকার্স’ তকমা! আটবারের চেষ্টায় প্রথম ফাইনালে দক্ষিণ আফ্রিকা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement