ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফাইল চিত্র।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউরোয় (Euro Cup 2024) স্লোভেনিয়ার বিরুদ্ধে টাইব্রেকারে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে পর্তুগাল। সেই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। তার পর মাঠেই কেঁদে ফেলেছিলেন তিনি। কিন্তু সেই ম্যাচ নিয়েই বিতর্কের মুখে পড়েছেন সিআর সেভেন। কোনও ‘অন্যায়’ না করেও তদন্তের সামনে পড়তে পারেন পর্তুগিজ তারকা।
কিন্তু কী অভিযোগ তাঁর বিরুদ্ধে? পেনাল্টি নষ্টের পরেই রোনাল্ডোকে নিয়ে উঠে এসেছিল নয়া তথ্য। টাইব্রেকারের প্রথম শট নেওয়ার আগে রোনাল্ডোর হৃদস্পন্দন সর্বনিম্ন ছিল। পর্তুগিজ মহানায়ক তাঁর কব্জিতে জড়িয়ে রাখেন হুপ ৪ নামের একটি স্ট্র্যাপ। সেটার মাধ্যমেই রোনাল্ডোর নানা শারীরিক প্যারামিটার পরিমাপ করা হয়। তার মাধ্যমেই জানা গিয়েছে পেনাল্টি শুট আউট নেওয়ার সময়ে তাঁর হৃদস্পন্দন কমে যায় বহুগুণে।
আর সেটার জেরেই বিতর্কে জড়িয়েছে রোনাল্ডোর নাম। তাঁর হৃদস্পন্দনের মাত্রা সোশাল মিডিয়ায় পোস্ট করে ওই কোম্পানিটি। আর সেখানেই উঠছে প্রশ্ন। অনেকেরই বক্তব্য, এটা পরোক্ষ বিজ্ঞাপনের (Ambhush Marketing) একটি কৌশল। অর্থাৎ, হুপ কোম্পানির সঙ্গে ইউরোর কোনও ব্যবসায়িক সম্পর্ক নেই। আর কোনও প্লেয়ার আলাদাভাবে খেলা চলাকালীন বিজ্ঞাপন করতে পারেন না।
When you’re @Cristiano, there’s no fear in football. See how CR7 entered a flow state and dropped his heart rate moments before changing momentum of the match against Slovenia. See you in the quarterfinals, Portugal! pic.twitter.com/E9kLLTdFjt
— WHOOP (@WHOOP) July 2, 2024
কিন্তু হুপ সেই কাজটাই করেছে। রোনাল্ডোর তথ্যকে সামনে রেখে নিজেদের প্রচার চালিয়েছে। আর সে কারণে তাঁকে নিষিদ্ধ করা হতে পারে। উল্লেখ্য, ২০১২ সালে ডেনমার্ক স্ট্রাইকার নিকলাস বেন্ডটেনার অন্তর্বাসে স্পনসরের নাম দেখিয়ে গোল উদযাপন করেছিলেন। যে কারণে তাঁকে ৮০০০০ ইউরো জরিমানা দিতে হয়। এবং একম্যাচ নিষিদ্ধও করা হয়। রোনাল্ডো যদিও সরাসরি কোনও ‘অন্যায়’ করেনি। কিন্তু তাতেও কি তাঁর উপর শাস্তির খাঁড়া নেমে আসবে? সেটা সময়ই বলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.