রোনাল্ডো ও ব্রুনো ফার্নান্দেজ।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুরস্কের সঙ্গে জিতে ইতিমধ্যেই নক-আউটের টিকিট পেয়ে গিয়েছে পর্তুগাল (Portugal Football)। ব্রুনো-সিলভাদের দাপটে ৩-০ গোলে সহজেই জয় পেয়েছে তাঁরা। যদিও শেষ গোলের সময় রোনাল্ডোর (Cristiano Ronaldo) অ্যাসিস্ট নিয়ে আলোচনা তুঙ্গে। আর তার সঙ্গে জড়িয়ে রয়েছে আবেগপ্রবণ গল্প।
ম্যাচের বয়স তখন ৫৬ মিনিট। মাঝমাঠ থেকে বল পেয়ে ব্রুনো ফার্নান্দেজের (Bruno Fernandes) পায়ে সাজিয়ে দেন সিআর৭। অথচ নিজেই ফাঁকা গোলে বল ঠেলতে পারতেন। কিন্তু তাঁর বদলে বল বাড়িয়ে দেন ব্রুনোকে। ইউরোয় ৮টি অ্যাসিস্ট করে তিনি ছাপিয়ে যান চেক প্রজাতন্ত্রের পোবোরস্কিকে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। ফুটবল ভক্তদের নজর কেড়েছে অন্য একটি বিষয়।
প্রথমার্ধে সবুজ রঙের বুট পরে মাঠে নেমেছিলেন রোনাল্ডো। কিন্তু দ্বিতীয়ার্ধে যে বুটটি পরে নামেন সেটিতে গোলাপি রঙের ছোঁয়া। বলা হচ্ছে, সেই বুটটি ব্রুনো ফার্নান্দেজের। আর তাতে লেখা রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকার মেয়ের নাম মাতিলদে। আর সেই জুতো পায়েই ব্রুনোর জন্য গোলের পাস বাড়িয়ে দেন রোনাল্ডো। কিন্তু কেন তিনি দ্বিতীয়ার্ধে ব্রুনোর ‘বিশেষ’ বুট পরে মাঠে নামলেন তা এখনও জানা যায়নি।
মাঠের বাইরে রোনাল্ডো আর ব্রুনোর সম্পর্ক নিয়ে দীর্ঘদিন চর্চা চলেছে। ম্যাঞ্চেস্টারের জার্সিতে দুই পর্তুগিজ তারকা একসঙ্গে খেলেছেন। জোর গুজব ছিল তাঁদের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ রয়েছে। কিন্তু ব্রুনোকে অ্যাসিস্ট করে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন তিনি। আর সেই সঙ্গে ইউরোর (Euro Cup 2024) মাঠে লিখে দিলেন এক আবেগপ্রবণ কাহিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.