Advertisement
Advertisement
Euro Cup 2021 Spanish team

Euro Cup 2020: সোনালি প্রজন্মের পর তারুণ্যেই ভরসা স্পেনের, দেখুন টিম প্রোফাইল

অভিজ্ঞতার অভাব হলেও দলে একঝাঁক তরুণ তারকার উপস্থিতি নজর কেড়েছে।

Euro Cup 2020: Here is the team profile of Spanish team | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:June 10, 2021 4:33 pm
  • Updated:June 10, 2021 6:45 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর একদিন বাদেই শুরু হচ্ছে ইউরো। ব্লকবাস্টার ফুটবল টুর্নামেন্টের দাবিদারদের শক্তি কী? এক্স ফ্যাক্টর কে? এ সমস্ত কিছুই খুঁজে দেখল ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’। আজ স্পেন (Spain)।

শক্তি:
জেরার্ড মোরেনো। প্রতিভাবান ফরোয়ার্ড। ক্লিনিকাল ফিনিশার। স্বপ্নের ফর্মে আছেন। ভিয়ারিয়ালের ইউরোপা লিগ জয়ের পিছনে অন্যতম কারিগর। আবার মাঝমাঠও খুব শক্তিশালী।

Advertisement

দুর্বলতা:
সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার অভাবে ভুগছে স্পেন। আবার দলের গোলকিপিং বিভাগ নিয়েও প্রশ্ন থেকেই যাচ্ছে। গোলকিপার দাভিদ দ্য গেয়া, একদমই ফর্মে নেই।

[আরও পড়ুন: দুর্বলতা থাকলেও ইউরোয় পর্তুগালের ভরসা রোনাল্ডো, পাশে একাধিক তারকা]

সেরা তরুণ তারকা:
ফেরান তোরেস। ম্যাঞ্চেস্টার সিটির জার্সিতে বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার হয়ে উঠেছেন।

এক্স ফ্যাক্টর:
মিকেল ওয়ারজাবাল। লা লিগার অন্যতম সেরা পারফর্মার। গোল করতে পারেন। আবার গোল করাতেও পারেন। দারুণ লিডার।

পুরো দল:
দাভিদ দ্য গেয়া (গোলরক্ষক), উনাই সিমন (গোলরক্ষক), রবার্ট সাঞ্চেজ (গোলরক্ষক), পাউ তোরেস, হোসে গায়া, এরিক গার্সিয়া, লাপোর্তে, ইয়র্দি আলবা, দিয়েগো লরেন্তে, মার্কাস লরেন্তে, সিজার আজপিলিকুয়েতা, ফ্যাবিয়ান রুইজ, রোদ্রি, পেদ্রি, সের্জিও বুস্কেতস, কোকে, থিয়াগো আলাকান্তরা, ডানি ওলমো, মিকেল ওয়ারজাবাল, ফেরান টোরেস, জেরার্ড মোরেনো, আলভারো মোরাতা, অ্যাডমা ট্রারোরা, পাবলো সারাবিয়া।

হেডমাস্টার
লুইস এনরিকে। বিশ্বের অন্যতম সেরা কোচ। এনরিকের কোচিংয়ে বার্সা ত্রিমুকুট জিতেছিল। আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন এনরিকে। অনবদ্য ম্যাচ রিডিং।

কোন ফর্মেশনে খেলে দল:
৪-৩-৩
সম্ভাব্য প্রথম একাদশ:
উনাই সিমন,সিজার আজপিলিকুয়েতা,পাউ তোরেস, লাপোর্তে, ইয়র্দি আলবা, রোদ্রি/সের্জিও বুস্কেতস,,থিয়াগো আলাকান্তরা,পেদ্রি/ ডানি ওলমো,ফেরান টোরেস, জেরার্ড মোরেনো/ মোরাতা, মিকেল ওয়ারজাবাল।
ইউরোর সেরা ফল:
তিনবারের চ্যাম্পিয়ন

[আরও পড়ুন: মেসির সঙ্গে আজব মিল রয়েছে কোহলির, খোঁচা দিয়ে বললেন রামিজ রাজা]

সম্ভাবনা:
২০১২ ইউরোর পর থেকে ফের ভাঁটা শুরু স্পেনীয় ফুটবলে। ব্রাজিল বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায়। তার পরের ইউরো বা বিশ্বকাপেও আহামরি কোনও পারফরম্যান্স নেই। এবারও আসন্ন ইউরোয় (Euro Cup 2021) বিশেষজ্ঞদের বিচারে ইংল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স এমনকী নেদারল্যান্ডসের পিছনে স্পেন। জার্মানিকে নেশনস লিগে ৬-০ হারানোর পরেও! সেই সঙ্গে স্প্যানিশ শিবিরকে বড় ধাক্কা দিয়েছে করোনা (CoronaVirus)। টুর্নামেন্ট শুরুর আগেই করোনার কবলে পড়েছেন অধিনায়ক সের্জিও বুস্কেতস, এবং দিয়েগো লরেন্তের মতো তারকা। যার ফলে অভিজ্ঞতার খাতায় আরও দুর্বল হয়ে পড়ল স্প্যানিশরা।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement