সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর শেষে জমজমাট ইংলিশ প্রিমিয়ার লিগ (English Premier League)। একই দিনে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের কাছে হারল লন্ডনের দুই বড় ক্লাব। যার জেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের স্বপ্ন অধরাই রয়ে গেল।
বৃহস্পতিবার ওয়েস্ট হ্যামকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের শীর্ষ উঠে যেতে পারত আর্সেনাল। কিন্তু মহাগুরুত্বপূর্ণ ম্যাচে গানাররা ২-০ গোলে হেরে গেলেন। ওয়েস্ট হ্যামের হয়ে গোল করলেন টমাস সৌচেক এবং কনস্টান্টিনোস। সহজ ম্যাচ হারায় আর্সেনাল রয়ে গেল পয়েন্ট টেবিলের দু নম্বরেই। আর লিভারপুল (Liverpool) রয়ে গেল শীর্ষস্থানে। লিগ টেবিলে সবার উপরে থেকেই নতুন বছরে পা রাখবে লিভারপুল।
ইপিএলের (EPL) আরেক ম্যাচে ব্রাইটনের কাছে হারল লন্ডনের আরেক ক্লাব টটেনহ্যাম। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষর কাছে ৪-২ গোলে হারল স্পারস। ফলে লিগ টেবিলের প্রথম চার ঢোকার সুযোগ হারাল তাঁরাও। এর আগে বুধবার দীর্ঘদিন বাদে জয়ে ফিরেছে ম্যাঞ্চেস্টার সিটি। ০-১ গোলে পিছিয়ে পড়েও এভার্টনকে ৩-১ গোলে হারাল পেপের দল।
সব মিলিয়ে পয়েন্ট টেবিল জমজমাট। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল। পাঁচ নম্বরে নেমে যাওয়া টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৬। ১৮ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠল পেপের দল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.