Advertisement
Advertisement
Sven-Goran Eriksson

থামল ক্যানসারের বিরুদ্ধে লড়াই, প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন কোচ এরিকসন

ইংল্যান্ডের প্রথম বিদেশি কোচ ছিলেন এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬।

England's first overseas manager Sven-Goran Eriksson passed away aged 76
Published by: Arpan Das
  • Posted:August 26, 2024 5:26 pm
  • Updated:August 26, 2024 7:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন কোচ সেন গোরান এরিকসন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়ছিলেন তিনি। অবশেষে লড়াই থামল তাঁর। ইংল্যান্ডের প্রথম বিদেশি কোচ ছিলেন এরিকসন। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ইংল্যান্ডের কোচিং করিয়েছেন সুইডেনের প্রাক্তন ফুটবলার।

১৯৪৮ সালে সুইডেনে জন্মগ্রহণ করেন এরিকসন। ফুটবল কেরিয়ার খুব দীর্ঘ ছিল না তাঁর। ১৯৭৭ সালে সুইডেনের ক্লাব ডেগেরফোর্সে তাঁর কোচিং কেরিয়ার শুরু। তার পর চার দশক ধরে কোচিং করিয়েছেন তিনি। বেনফিকা, রোমা, ম্যাঞ্চেস্টার সিটিতেও বিভিন্ন সময়ে দায়িত্বপালন করেছেন এরিকসন। জিতেছেন মোট ১৮টি ট্রফি। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন ইংল্যান্ডে কোচিং করানোর সময়।

Advertisement

[আরও পড়ুন: বিশ্বকাপ দেখেননি আমজনতা! আইসিসির কাছে ৮০০ কোটির ‘ক্ষতিপূরণ’ দাবি হটস্টারের?]

২০০১ থেকে ২০০৬ পর্যন্ত ‘থ্রি লায়ন্স’-এর কোচ ছিলেন তিনি। সেই সময় ইংল্যান্ডের দল ছিল তারকাখচিত। তাঁর আমলে তিনটি টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। তিনিই ইংল্যান্ডের প্রথম বিদেশি কোচ ছিলেন। জার্মানির বিরুদ্ধে ৫-১ গোলে জয় ছিল এরিকসনের কোচিংয়ের অন্যতম সাফল্য বলে ধরা হয়। তার পাশাপাশি মেক্সিকো ও ফিলিপিন্সের মতো দেশেও কোচিং করিয়েছেন।

[আরও পড়ুন: আউট হতেই রেগে আগুন! বল নয়, বিশাল ‘ছক্কা’য় হেলমেট মাঠের বাইরে পাঠালেন ব্রেথওয়েট]

২০১৯ সালে ফুটবল কোচিং থেকে অব্যাহতি নেন। চলতি বছরের জানুয়ারিতেই তাঁর ক্যানসার ধরা পড়ে। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তাঁর লড়াই থেমে গেল। এরিকসনের প্রয়াণে শোকবার্তা জানিয়েছে ইংল্যান্ড জাতীয় দল ও ম্যাঞ্চেস্টার সিটি। ইংল্যান্ডের রাজপুত্র প্রিন্স উইলিয়ামস সোশাল মিডিয়ায় ‘খেলার জগতের আদর্শ জেন্টালম্যান’-কে শ্রদ্ধা জানিয়েছেন।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement