হতাশার ছাপ চোখেমুখে। জুড বেলিংহ্যাম কি ক্লান্ত?
ইংল্যান্ড-০ স্লোভেনিয়া-০
ডেনমার্ক-০ সার্বিয়া-০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জুড বেলিংহ্যাম। হ্যারি কেন। ফিল ফোডেন। কোল পালমার। ডেকলান রাইস।
ক্লাবের জার্সিতে যতটা উজ্জ্বল এই সব ‘তারকা’ ফুটবলারদের পারফরম্যান্স, দেশের হয়ে ততটাই ম্যাড়ম্যাড়ে। ইংল্যান্ড ফুটবলে যে পরিস্থিতি বিশেষ অচেনা নয়। কোচ গ্যারেথ সাউথগেটের আমলে বিশ্বকাপ সেমিফাইনাল, ইউরো ফাইনাল খেলে ফেলেছেন কেনরা। কিন্তু কখনওই সাফল্যের চূড়ান্ত শৃঙ্গটা জয় করতে পারেননি সাউথগেটের ছাত্ররা।
এবারও ইউরোয় (Euro Cup 2024) ইংল্যান্ড সেই অধরা মাধুরী স্পর্শ করতে পারবে, সে কথা জোরের সঙ্গে বলতে পারবেন না কেনদের কোনও সমর্থকই। অবশ্য বলবেনই বা কীভাবে? মঙ্গলবার রাতেও তো ফের দেখা গেল ফোডেন-বেলিংহ্যামদের অন্তঃসারশূন্যতার ছবি। কোথাকার কোন এক স্লোভেনিয়ার বিরুদ্ধে, যে দলের অধিনায়ক জান ওব্লাক ছাড়া দ্বিতীয় ফুটবলারের নাম বলতে গুগল করতে হবে সাধারণ ফুটবলভক্তকে! সেই দলের বিরুদ্ধে একটার বেশি ভালো সুযোগই তৈরি করতে পারলেন না সাউথগেটে ছাত্ররা। পালমারকে না খেলানো নিয়ে এতদিন মুণ্ডপাত হচ্ছিল ইংল্যান্ড কোচের। এদিন পরিবর্ত হিসাবে নেমে চেলসির সেই ‘তারকা’ যে বিশেষ কিছু করেছেন, এমন নয়।
এদিন স্লোভেনিয়ার সঙ্গে গোলশূন্য করেও গ্রুপ শীর্ষেই শেষ করল ইংল্যান্ড। নকআউটে তারা। কারণ গ্রুপের অন্য ম্যাচে একইরকম কুৎসিত ফুটবলে ড্র করেছে ডেনমার্ক-সার্বিয়া। সেই ম্যাচেও গোল করতে পারেনি কোনও পক্ষ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.