Advertisement
Advertisement
Emiliano Martinez

বিশ্বজয়ের পর এমবাপেকে নিয়ে হাসাহাসি, নীরবতা পালন! বিতর্কে আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ

সোনার গ্লাবস নিয়ে তাঁর সেলিব্রেশন নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।

Emiliano Martinez trolled Kylian Mbappe during Argentina's dressing room celebrations | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 19, 2022 2:05 pm
  • Updated:December 19, 2022 2:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বজয়ী আর্জেন্টিনা দলের সেনাপতি যদি লিওনেল মেসি (Leo Messi) হয়ে থাকেন, তাহলে গোলরক্ষক এনমিলানো মার্টিনেজ অবশ্যই তাঁর বিশ্বস্ত লেফটেন্যান্ট। তেকাঠির নিচে তিনি না থাকলে হয়তো মেসির কোনও ঐশ্বরিক ক্ষমতাও নীল-সাদা ব্রিগেডের জন্য বিশ্বজয়ের গৌরব এনে দিতে পারত না। খুব সঙ্গতভাবেই মার্টিনেজকে (Emi Martinez) টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হিসাবে সোনার দস্তানা দিয়ে পুরস্কৃত করেছে FIFA। কিন্তু এরপরই একাধিক বিতর্কে জড়িয়ে পড়লেন তিনি।

প্রথমত সোনার গ্লাবস উপহার পাওয়ার পর যে ভঙ্গিমায় এমি মার্টিনেজ সেটি নিয়ে সেলিব্রেট করলেন, তাতে বিশ্বজোড়া সমালোচনা শুরু হয়ে গিয়েছে। নেটদুনিয়ার একটা বড় অংশ বলছে, মার্টিনেজ অমনটা না করলেও বোধ হয় পারতেন। সেটা নিয়ে তো একচোট হয়েইছে। বিতর্ক আরও বেড়েছে ড্রেসিংরুমে এমির ঘটানো এক কাণ্ডে।

Advertisement

[আরও পড়ুন: দর্শক হিসেবে রাশিয়া বিশ্বকাপে গিয়েছিলেন, চার বছর পরে মেসির মসিহা মার্টিনেজ]

ড্রেসিংরুমে কী করেছেন তিনি? একটি ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, বিশ্বজয়ের পর ড্রেসিংরুমে উদ্দাম সেলিব্রেশনে মেতেছে গোটা আর্জেন্টিনা (Argentina) দল। ফুটবলাররা রীতিমতো উন্মত্ত। এর মাঝেই মার্টিনেজ সবাইকে থামিয়ে দিয়ে বলে দেন, চল সকলে মিলে এমবাপের (Kylian Mbappe) জন্য এক মিনিটের নীরবতা পালন করি! কয়েক মুহূর্তের জন্য গোটা ড্রেসিং রুম শান্ত হয়ে যায়। এমির ডাকে সাড়া দিয়ে তাঁর সতীর্থরা নীরবতা পালন অবশ্য করেননি। তাঁদের দেখা যায় ফের আগের মতো ছন্দে নেচেকুঁদে বেড়াতে। কিন্তু যে ভঙ্গিমায় এমবাপের জন্য নীরবতা পালন করার কথা বলেছেন, আর্জেন্টিনার গোলরক্ষক, সেটা রীতিমতো বিতর্কিত।

[আরও পড়ুন: সোনার বল জিতে ইতিহাস মেসির, সোনার বুটের মালিক এমবাপে, একনজরে পুরস্কারের তালিকা]

আসলে এমবাপের সঙ্গে মার্টিনেজের বিবাদ পুরনো। কিছুদিন আগে পিএসজির সঙ্গে চুক্তি বাড়ানোর পর সাংবাদিক সম্মেলনে এমবাপে বলেছিলেন, গত কুড়ি বছর বিশ্বকাপে (FIFA World Cup) চ্যাম্পিয়ন হয়েছে শুধু ইউরোপ। কারণ ক্লাবের হয়ে তো বটেই, আন্তর্জাতিক স্তরেও আমরা সারা বছর কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেলি। সেই কারণেই আমরা এগিয়ে থাকি। ব্রাজিল-আর্জেন্টিনা সেই লড়াইটা লড়ে কোথায়?” তরুণ ফরাসি ফরওয়ার্ডের সেই মন্তব্যে তেলেবেগুনে জ্বলে উঠেছিল গোটা লাতিন আমেরিকা। জ্বলে উঠেছিলেন এমি নিজেও। বিশ্বজয়ের পর সম্ভবত সেই মন্তব্যের জন্যই এমবাপের উপর রাগ মেটালেন মার্টিনেজ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement