ছবি এক্স
রিয়াল মাদ্রিদ লেজেন্ডস – ২ (মোরিয়েন্টেস, ব্যারাল)
বার্সেলোনা লেজেন্ডস – ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভি মুম্বইয়ে আজ ছিল এল ক্লাসিকো। বহু প্রতীক্ষিত এই ম্যাচে মাঠে নেমেছিলেন বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের প্রাক্তনীরা। ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে প্রবল উৎসাহ নজরে পড়ে। স্টেডিয়াম ভরিয়ে তুলেছিলেন তাঁরা।
বার্সা দলের অধিনায়ক ছিলেন কার্লেস পুয়োল। দলে ছিলে জাভি, রিভাল্ডোর মতো ফুটবলার। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের নেতৃত্ব লুইস ফিগো। ‘লেজেন্ডস ফেস অফ’ নামে পরিচিত এই ম্যাচের প্রথমার্ধের ১৪ মিনিটেই রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন ফার্নান্দো মোরিয়েন্টেস। অসাধারণ ফিনিশ করেন তিনি। এরপর বার্সেলোনার ফুটবলাররা জবাব দেওয়ার চেষ্টা করেন। দুর্দান্ত কিছু মুভ করেন জাভি, রিভাল্ডোরা। যদিও সেসব আক্রমণ ফলপ্রসূ ছিল না।
২০ মিনিটে বার্সার বক্সে ফিগো ঢুকেই পড়েন। পুয়োল থাকায় গোল হয়নি। এভাবেই তারা বার্সা ডিফেন্সে আক্রমণ চালায়। তবে, ২৬ মিনিটে রিভাল্ডোর অসাধারণ একটা প্রচেষ্টায় গোলের খুব কাছাকাছি চলে এসেছিলেন। তবে গোটা প্রথমার্ধে রিয়ালের ডিফেন্স আঁটসাঁট থাকায় বার্সেলোনা সমতায় ফিরতে পারেনি। ৪০ মিনিটের প্রথমার্ধ শেষ হয় রিয়াল মাদ্রিদের পক্ষে ১-০ অবস্থায়।
দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে বার্সেলোনা। পেপে প্রায় একাই বার্সেলোনার প্রতিটি আক্রমণকে রুখে দেন। এরই মাঝে ৬৭ মিনিটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। গোল করেন ডেভিড ব্যারাল। ৭৩ মিনিটে জাভির দূরপাল্লার শট লক্ষ্যচ্যুত হয়। কাতালান ক্লাব ম্যাচে ফিরে আসার লক্ষ্যে আরও ঘনঘন আক্রমণাত্মক শানায়। কিন্তু কিছুতেই গোল করতে পারেনি তারা। অবশেষে ২-০ গোলে চিরপ্রতিদ্বন্দ্বীকে বার্সেলোনাকে হারিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.