Advertisement
Advertisement

Breaking News

EB vs MB

ইস্টবেঙ্গলে ডামাডোল, যুবভারতীতে ডার্বি দেখতেই যাবেন না লাল-হলুদ কর্তারা!

ক্লাবতাঁবুতে বসে খেলা দেখবেন লাল-হলুদ কর্তারা।

EB vs MB: Officials of East Bengal club wont go to watch Kolkata derby । Sangbad Pratidin

ফাইল চিত্র।

Published by: Krishanu Mazumder
  • Posted:February 3, 2024 5:32 pm
  • Updated:February 3, 2024 6:14 pm  

শিলাজিৎ সরকার: যুবভারতী ক্রীড়াঙ্গনে আর কিছুক্ষণ পরেই ডার্বির (Kolkata Derby) বল গড়াবে। সুপার কাপের বদলা কি নেবে মোহনবাগান (Mohun Bagan)? নাকি ইস্টবেঙ্গল (East Bengal) জয়ের ধারা অব্যাহত রাখবে? বাঙালির চির আবেগের ডার্বি আবার ড্রয়ের কোলে ঢলে পড়বে না তো? এই সব প্রশ্ন যখন চায়ের পেয়ালায় ঝড় তুলছে, ঠিক তখনই জানা গেল, ইস্টবেঙ্গলের একজিকিউটিভ কমিটির সদস্যরা ডার্বি দেখতে যাবেন না। তাঁরা ক্লাবতাঁবুতে বসেই উপভোগ করবেন আইএসএলের প্রথম ডার্বি। 

Advertisement

বড় ম্যাচের টিকিট নিয়ে সমস্যার কথা শোনা যাচ্ছিল শুক্রবার থেকেই। ডার্বির (EB vs MB) টিকিট নেননি ইস্টবেঙ্গল কর্তারা। লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকারের দাবি ছিল প্রতিপক্ষের দেওয়া টিকিটের পরিমাণ খুবই কম। সেই টিকিটের পুরোটাই তাঁরা দিয়ে দিয়েছেন ইনভেস্টরদের। টিকিট সমস্যার সমাধানের জন্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের দ্বারস্থ হন তাঁরা।  

আরও পড়ুন: ‘ইয়র্কার কিং’ বুমরাহর আগুনে পেসে বোল্ড ভারতকে বেগ দেওয়া অলি পোপ, দেখুন ভাইরাল ভিডিও

শনিবার ডার্বির কিক অফের ঘণ্টা দুয়েক আগে জানা গেল, ইস্টবেঙ্গল কর্তারা স্টেডিয়ামে উপস্থিত থাকবেন না। তাঁরা ক্লাবতাঁবুতে একসঙ্গে বসে খেলা দেখবেন। সূত্রের খবর, আয়োজকদের কাছ থেকে যে টিকিট পৌঁছেছে বিনিয়োগকারী সংস্থার কাছে তা এমনিতেই কম। বিনিয়োগকারী সংস্থার তরফে যে সংখ্যক টিকিট ক্লাবে পৌঁছেছে তা আরও কম। শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ইনভেস্টরদেরও কিছু বাধ্যবাধকতা থাকে। ক্লাবের একজিকিউটিভ কমিটির কাছে কম টিকিট এসে পৌঁছেছে, তা দিয়ে সবাই স্টেডিয়ামে খেলা দেখতে যেতে পারবেন না। আর কিছু সংখ্যক কর্তা খেলা দেখতে যাবেন, আর কয়েকজন যেতে পারবেন না, এটা তাঁরা চাননি। সবার কথা ভেবেই ক্লাবের একজিকিউটিভ কমিটি ডার্বি ম্যাচ দেখতে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাচ্ছেন না।  

[আরও পড়ুন: ‘পূজারা কিন্তু অপেক্ষা করছে!’, ফর্ম হারানো শুভমানকে সতর্ক করলেন রবি শাস্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement