Advertisement
Advertisement

Breaking News

East Bengal

অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল, টালিগঞ্জকে সাত গোল দিয়ে কলকাতা লিগ শুরু লাল-হলুদের

সিএফএলের প্রথম ম্যাচে দুরন্ত ফুটবল উপহার দিল লাল-হলুদের জুনিয়র বাহিনী।

East Bengal wins vs Tollygunge Agragami in Calcutta Football League
Published by: Arpan Das
  • Posted:June 30, 2024 4:58 pm
  • Updated:June 30, 2024 6:02 pm  

ইস্টবেঙ্গল: ৭ (শ্যামল বেসরা, আমন সিকে, জেসিন ২, সুব্রত, আনান্থু, সায়ন)
টালিগঞ্জ: ১ (সঞ্জয়)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবছর কলকাতা লিগে দ্বিতীয় স্থানে শেষ করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু এবার আর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছাড়তে চান না কোচ বিনো জর্জ। আর প্রথম ম্যাচেই তার প্রমাণ পাওয়া গেল। সিএফএলের (Calcutta Football League) প্রথম ম্যাচে দুরন্ত ফুটবল উপহার দিল লাল-হলুদের জুনিয়র বাহিনী। টালিগঞ্জ অগ্রগামীকে ৭-১ গোলে হারিয়ে লিগ অভিযান শুরু করল ইস্টবেঙ্গল (Calcutta Football League)।

Advertisement

রবিবারের দুপুরে ব্যারাকপুরে বিভূতিভূষণ স্টেডিয়ামে ছিল লাল-হলুদের ম্যাচ। বৃষ্টিভেজা দুপুরে সমর্থকদের ভিড় দেখেই বোঝা গেল, কলকাতা লিগ ফের ফিরেছে বাংলায়। তার মধ্যেই দেখা গেল লাল-হলুদ আবির। শুরু থেকে যে দাপটে খেলছিল বিনো জর্জের ছেলেরা, তাতে উচ্ছ্বসিত হওয়া খুব স্বাভাবিক। প্রথমার্ধেই দুগোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। গোল করেন শ্যামল বেসরা আর আমন সিকে।

[আরও পড়ুন: বিশ্বজয়ের আবেগঘন মুহূর্তে মাঠে বসেই ভিডিও কল হার্দিকের, উলটোদিকে নাতাশা?]

আর দ্বিতীয়ার্ধে রীতিমতো ঝড় তুললেন সায়নরা। মাঝে টালিগঞ্জের হয়ে সঞ্জয় শর্মা একটি গোল শোধ করলেও লাভ হল না। জোড়া গোল করলেন জেসিন। তার পর জালে বল জড়ালেন সুব্রত। ষষ্ঠ গোলটি করেন আনান্থু। আর শেষ গোলটি করলেন লাল-হলুদের উঠতি তারকা সায়ন। শেষ পর্যন্ত গোলের মালা পরিয়ে লিগ শুরু করল ইস্টবেঙ্গল।

[আরও পড়ুন: ‘খেলোয়াড় হিসাবে পারিনি’, অপ্রাপ্তির যন্ত্রণা ভুলে ‘তৃপ্ত’ কোচ দ্রাবিড়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement