ইস্টবেঙ্গলের জয়ের নায়ক ক্লেটন। ফাইল চিত্র
ইস্টবেঙ্গল –৩ হায়দরাবাদ–২
(ক্লেটন-২, ক্রেসপো) (রামলুনছুঙ্গা, নিম দোরজি)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুপার কাপের আগে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) বলেছিলেন, এই টুর্নামেন্টর জন্য তাঁরা তৈরি। নব্বই মিনিটের লড়াইয়ের শেষে দেখা গেল কুয়াদ্রাত ভুল কিছু বলেননি। ইস্টবেঙ্গল (East Bengal) ৩-২ গোলে হারাল হায়দরাবাদকে (Hyderabad)। সুপার কাপে সুপার শুরু করল লাল-হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গল-হায়দরাবাদ ম্যাচে নাটকের রসদ কম ছিল না। গোল করে এগিয়ে গিয়েও গোল হজম করল লাল-হলুদ ব্রিগেড। একবার নয়, দুবার তাই হল। সহজ গোল নষ্ট করলেন ক্লেটন। ব্রাজিলীয় গোলমেশিনই আবার জোড়া গোল করলেন। ম্যাচ যখন পেন্ডুলামের মতো দুলছে দুপ্রান্তে, ঠিক তখনই সল ক্রেসপো বিষ ঢাললেন হেডে। সেই গোল আর শোধ করতে পারেনি হায়দরাবাদ এফসি। প্রথম ম্যাচ ইস্টবেঙ্গল জিতল বটে, তবে তাদের ডিফেন্স নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে।
হায়দরাবাদের বিরুদ্ধে নামলে ক্লেটন জ্বলে ওঠেন। আইএসএলেও এই হায়দরাবাদের বিরুদ্ধে জোড়া গোল করেছিলেন ক্লেটন। এদিনও দুটি গোল করলেন ব্রাজিলীয় গোলমেশিন। অনেকেই বলছিলেন ক্লেটনের ফর্ম গতবারের মতো নয়। তবুও সুপার কাপে ক্লেটন ধরা দিলেন নিজের অবতারেই। ইস্টবেঙ্গল সমর্থকরাও এই ক্লেটনকেই চান। ডান প্রান্ত থেকে রাকিপের ভাসানো বলে শরীর ছুড়ে গোল করেন ক্লেটন। বাঁক খাওয়ানো ফ্রি কিক থেকেই নিজের দ্বিতীয় গোলটি করলেন ব্রাজিলীয় গোলমেশিন।
সুপার কাপের প্রথম ম্যাচ অবশ্য চাপ বাড়াতে পারে কুয়াদ্রাতের। লাল-হলুদের ডিফেন্স চিন্তায় রাখতে পারে স্পেনীয় কোচকে। ক্লেটন ইস্টবেঙ্গলকে এগিয়ে দেওয়ার পরে হায়দরাবাদকে সমতায় ফেরালেন রামলুনছুঙ্গা। ইস্টবেঙ্গল রক্ষণকে বোকা বানিয়ে গোল করে যান তিনি। দ্বিতীয়ার্ধে ক্লেটন ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে ফের এগিয়ে দেন ইস্টবেঙ্গলকে। তার পরেও হায়দরাবাদ সমতা ফেরায় ম্যাচে। নিম দোরজি পেনাল্টি থেকে দ্বিতীয় গোলটি করে যান হায়দরাবাদের হয়ে। সল ক্রেসপোর বিষাক্ত হেড কুয়াদ্রাতের মুখে হাসি ফোটান। হাসি এনে দেন ইস্টবেঙ্গল বিশ্বেও। তবে সুপার কাপ সবে শুরু। এখনও একাধিক ম্যাচ রয়েছে। রয়েছে ডার্বি। কুয়াদ্রাত নিশ্চয় গুছিয়ে নেবেন তাঁর দলকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.