Advertisement
Advertisement
East Bengal

আজ পুরনো কোচের বিরুদ্ধে সেমির লড়াই ইস্টবেঙ্গলের, রেফারিং নিয়ে ক্ষুব্ধ কুয়াদ্রাত

সুপার কাপের সেমিতে স্প্যানিশ অ্যাটাকিং মিডিও বোরহা হেরেরার না থাকাটা মানতে পারছেন না লাল-হলুদ কোচ।

East Bengal will face Jamshedpur FC in Kalinga Super Cup semifinal | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:January 24, 2024 10:35 am
  • Updated:January 24, 2024 10:35 am  

স্টাফ রিপোর্টার: টানা আট ম্যাচ অপরাজিত। বুধবার সুপার কাপের সেমিফাইনালে জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে এই তথ্যটাই আত্মবিশ্বাস বাড়াবে লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাতের। তবে সুপার কাপ সেমিফাইনালের ২৪ ঘণ্টা আগে রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ইস্টবেঙ্গল কোচ।

কিন্তু দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার স্প্যানিশ অ্যাটাকিং মিডিও বোরহা হেরেরার না থাকাটা মানতে পারছেন না কার্লেস। কার্ড সমস্যার জন্য এই ম্যাচে নেই এই স্প্যানিশ ফুটবলার। কিন্তু ডার্বিতে বোরহার কার্ড দেখানোকে খারাপ সিদ্ধান্ত বলে মনে করছেন লাল-হলুদ কোচ। বোরহা না থাকায় বুধবার সেমিফাইনালে ছয় বিদেশির পরিবর্তে পাঁচ বিদেশি নিয়ে খেলতে হবে ইস্টবেঙ্গলকে। ডার্বি নিয়ে গত দুদিনে উচ্ছ্বাস না দেখালেও বোরহার কার্ড প্রসঙ্গে যথেষ্টই ক্ষুব্ধ কার্লেস। তিনি বলেন, “বোরহা খুবই অভিজ্ঞ ফুটবলার। ও না থাকায় পাঁচ বিদেশি নিয়ে খেলতে হবে আমাদের। সেদিন ওকে কার্ড দেখানো খুব বাজে সিদ্ধান্ত ছিল রেফারির। খারাপ রেফারিংয়ের জন্য কার্ড দেখতে হয়েছে ওকে। এটার সমাধান ছিল না। মোহনবাগানের এক ফুটবলারকে লাল কার্ড দেখাতে পারতেন রেফারি। সেটা করেননি।” ডার্বি জয়ের পর লাল-হলুদ সমর্থকরা সুপার কাপ জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে। টানা আট ম্যাচ অপরাজিত থাকার পর বুধবারও কলিঙ্গ স্টেডিয়ামে ইস্টবেঙ্গল সমর্থকদের ভিড় দেখা যেতে পারে।

Advertisement

[আরও পড়ুন: ফের ‘মিশন সন্দেশখালি’ ইডির, তালা ভেঙে বাহিনী ঢুকল শাহজাহানের বাড়িতে]

অন্যদিকে, খালিদ জামিল কোচ হয়ে আসার পর সুপার কাপে টানা তিন ম্যাচই জিতেছে জামশেদপুর এফসি। তিনি আবার অতীতে ইস্টবেঙ্গলকেও কোচিং করিয়েছেন। সেই খালিদই কি কুয়দ্রাতের সামনে বড় ফ্যাক্টর? যদিও তা মানছেন না দুই কোচই। তবে খালিদকে যথেষ্টই সমীহ করছেন কার্লেস। আজকের ম্যাচ প্রসঙ্গে তিনি যোগ করেন, “ভারতীয় ফুটবলে ভালো কোচ খালিদ। শ্রদ্ধা করি। একসময়ে আইএসএলে দল ভালো ফল করেছে ওর কোচিংয়ে। তবে সেমিফাইনাল যথেষ্টই গুরুত্বপূর্ণ। বড় চ্যালেঞ্জ। কঠিন পরিস্থিতি হলেও আমরা তৈরি।”

এখানেই থেমে থাকেননি তিনি। ডার্বি প্রসঙ্গে বলেত গিয়ে বলেন, “মোহনবাগান দেশের অন্যতম সেরা দল। গ্রুপে ওরাই আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল। ওদের হারিয়ে আমরা আত্মবিশ্বাসী হয়ে উঠেছি। এই মুহূর্তে আমাদের ড্রেসিংরুমের পরিবেশ যথেষ্টই ইতিবাচক। সেমিফাইনাল নিয়ে আমাদের পরিকল্পনা তৈরি।” দলের তরুণ ফুটবলাররা যথেষ্টই ভালো পারফর্ম করছেন। এটা একটা ভরসার দিক কুয়াদ্রাতের। দল ছন্দে থাকায় এদিন নব্বই মিনিটের মধ্যেই ম্যাচ শেষ করার চেষ্টায় থাকবেন তিনি।

[আরও পড়ুন: প্রযুক্তির কেরামতিতে চোখের পলক পড়ছে রামলালার! ভিডিও দেখে মুগ্ধ ভক্তরা]

প্রতিপক্ষ আট ম্যাচে অপরাজিত, তার সঙ্গে দারুণ ছন্দে রয়েছেন ক্লেটন সিলভা। সেমিফাইনালে নামার আগে ইস্টবেঙ্গলের এই তথ্য যদিও খুব একটা ভাবাচ্ছে না খালিদকে। তিনি বলেন, “সেমিফাইনাল আমাদের জন্য খুবই কঠিন ম্যাচ। ইস্টবেঙ্গল ভালো দল। ভারতীয় ফুটবলারদের পাশাপাশি ওদের বিদেশিরা যথেষ্ট ভালো। সাম্প্রতিক সময়ে ওরা ভালো করছে। ক্লেটন খুব ভালো খেলছে। তবে ওর জন্য আমরা তৈরি। বোরহা ছাড়াও ইস্টবেঙ্গলে যারা থাকবে তারা সবাই ভালো।” জামশেদপুরের বিদেশি ড্যানিয়েল চিমা চুকুও ভালো ফর্মে রয়েছেন। ইস্টবেঙ্গল কোচের ছোঁয়ায় যেমন বদলে গিয়েছে ইস্টবেঙ্গল, ঠিক তেমনই খালিদ যোগ দেওয়ার পরই ছন্দে ফিরেছে জামশেদপুর। তাঁর কোচিংয়ে এখন ধারাবাহিক জয়ের সরণিতে দল। স্বাভাবিকভাবেই দুই কোচের দিকেই তাকিয়ে দুই ক্লাবের সমর্থকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement