ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী মার্চে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল খেলবে ইস্টবেঙ্গল। ৫ মার্চ ঘরের মাঠে আর্কাডাগের বিরুদ্ধে হোম ম্যাচ। তারপর ১১ মার্চ ফিরতি পর্বের খেলা, যা লাল-হলুদ শিবিরের অ্যাওয়ে ম্যাচ। তার মাঝেই ৮ মার্চ আইএসএলে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। সেই ম্যাচের দিন পরিবর্তনের জন্য ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবেকে অনুরোধ জানাবে ইস্টবেঙ্গল।
মহামেডান ম্যাচের পরই ফেডারেশন সভাপতির সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছিল ইস্টবেঙ্গল। ১৯ নভেম্বর হায়দরাবাদে মুখোমুখি হতে চলেছে দু’পক্ষ। আইএসএলে বারবার খারাপ রেফারিংয়ে শিকার হওয়া নিয়ে ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলবে ইস্টবেঙ্গল। এদিকে, ওই ম্যাচে লাল কার্ড দেখা দুই ফুটবলার নন্দকুমার ও মহেশ সিংকে আপাতত একটা ম্যাচই সাসপেন্ড করা হয়েছে। সেক্ষেত্রে শুধুমাত্র নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে পারবেন না তাঁরা। সেদিন মাঠে আচরণ নিয়ে নন্দকে শোকজ করেছিল ফেডারেশন। তার জবাব পাঠিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল।
অন্যদিকে, শনিবার থেকে অনুশীলনে নেমে পড়েছে ইস্টবেঙ্গল। রবিবারও এক বিদেশি নিয়েই অনুশীলন চলল। ক্লেটন সিলভা ছাড়া বাকি বিদেশিরা কেউই আসেননি। সল ক্রেসপো, মাদিহ তালাল ও দিমিত্রিয়স দিয়ামান্তাকস পরে আসবেন। হেক্টর ইউস্তে আসবেন ২১ নভেম্বর। আনোয়ার আলি, জিকসন সিং এবং হিজাজি মাহের জাতীয় দলের হয়ে খেলার পর আরও কয়েকদিন ছুটি কাটিয়ে ফিরবেন। এদিন অনুশীলনে যোগ দিলেন প্রভসুখন গিল এবং গুরসিমরত গিল। এদিনও ঘণ্টা দুয়েক অনুশীলন করলেন পিভি বিষ্ণুরা। প্রথমে ৪৫ মিনিট ফিজিক্যাল ট্রেনিং চলে। তারপর ফুটবলারদের চারটি দলে ভাগ করে মাঠের দু’টি অর্ধে আলাদাভাবে ম্যাচ খেলালেন কোচ অস্কার ব্রুজো।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.