সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর মাত্র কয়েকঘণ্টার অপেক্ষা। তারপরেই আইলিগের ফিরতি ডার্বিতে শিলিগুড়িতে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান-ইস্টবেঙ্গল। কিন্তু ম্যাচের আগে দুই শিবিরে ঢুঁ মারলে দেখা যাবে ভিন্ন চিত্র। দুর্দান্ত ফর্মে রয়েছে গোটা মোহনবাগান দল। সেখানে কিছুটা হলেও যেন মানসিকভাবে পিছিয়ে পড়েছে লাল-হলুদ শিবির। তবে মুখে দু’দলের ফুটবলার থেকে সমর্থকরা কেউই জয় ছাড়া কিছু ভাবছে না।
এদিকে, মোহনবাগানে যখন চোট-আঘাত সমস্যা তেমন নেই বললেই চলে। সেখানে ইস্টবেঙ্গল শিবির চিন্তিত দলের অন্যতম ভরসা হাইতিয়ান ওয়েডসনের চোট নিয়ে। দলের সঙ্গে অনুশীলন করলেও এখনও খোঁড়াচ্ছেন তিনি। তবে ওয়েডসন প্রথম একাদশে থাকবেন কিনা সেব্যাপারে কিছু জানাননি লাল-হলুদ কোচ মর্গ্যান। জিজ্ঞাসা করায় মজা করে বলেন, ‘এসব সিক্রেট ব্যাপার। ম্যাচের আগে শেয়ার করতে নেই।’ তবে অনুশীলন দেখে পরিষ্কার ফরোয়ার্ডে পেইন এবং প্লাজাতেই ভরসা রাখতে চান ব্রিটিশ কোচ। এদিকে, প্লাজা বলেছেন, ‘অপেক্ষা করুন। গোল করবই। ম্যাচটার গুরুত্ব আমরা বুঝতে পারছি।’
উল্টোদিকে, কিছুটা হলেও চনমনে বাগান শিবির। আত্মবিশ্বাসী কোচ সঞ্জয় সেনও। বলেন, ‘আমরা চাপে থাকব কেন? চাপ তো ইস্টবেঙ্গলের। আমরা ড্র করলেও সুযোগ পাব। কিন্তু ইস্টবেঙ্গলের সেই সুযোগ নেই। ওরা হেরে গেলে সব শেষ। তবে এসব ভেবে লাভ নেই। জেতার জন্যই মাঠে নামব।’ ম্যাচে কেমন খেলবে দল? সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘শুরু থেকে আক্রমণে যাব না। রেখে ঢেকে খেলব। ম্যাচে আমাদের অঙ্ক কষেই এগোতে হবে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.