Advertisement
Advertisement

Breaking News

Kolkata Derby

উত্তরপ্রদেশে ফুটবলের প্রসারে নবাবের শহরে ডার্বি, কেমন দল নামাবে ইস্ট-মোহন?

লখনউয়ে কলকাতা ডার্বির পরিকল্পনা মূলত ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের।

East Bengal vs Mohun Bagan Derby to be held on 2nd September on Lucknow

ছবি প্রতীকী

Published by: Subhajit Mandal
  • Posted:August 28, 2024 10:55 am
  • Updated:August 28, 2024 11:16 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড কাপ শেষ হতেই ফের ডার্বি। তাও আবার উত্তরপ্রদেশে। সব ঠিক থাকলে ইস্ট-মোহনের চিরাচারিত লড়াই এবার দেখা যাবে নবাবের শহর লখনউতে। আগামী ২ সেপ্টেম্বর লখনউয়ের কে ডি সিং স্টেডিয়ামে আয়োজিত হবে কলকাতা ডার্বি। প্রথমবার উত্তরপ্রদেশে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান।

দেশের বিভিন্ন প্রান্তে ফুটবল সমাদৃত হলেও উত্তরপ্রদেশ ফুটবল জ্বরে আক্রান্ত হয়নি কখনও। ফুটবলের জনপ্রিয়তাও কম সেই রাজ্যে। দেশে ফুটবলের প্রসার ঘটাতে হলে এ হেন গুরুত্বপূর্ণ রাজ্যকে ফুটবল মানচিত্রে আনতেই হবে। সেই লক্ষ্যে কাজ শুরু করল উত্তরপ্রদেশ সরকার এবং এআইএফএফ।

Advertisement

[আরও পড়ুন: ধ্বংসের পথে পাক ক্রিকেট! বাংলাদেশের কাছে হারতেই ইমরান খানের নিশানায় পিসিবি কর্তারা]

লখনউয়ে কলকাতা ডার্বির পরিকল্পনা মূলত ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের। কয়েক দিন আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং সে রাজ্যের ফুটবল কর্তাদের সঙ্গে দেখা করে সবকিছু চূড়ান্ত করেছেন তিনি। তাঁর প্রস্তাবে রাজি হয়েছে কলকাতার প্রধান দুই ক্লাবও। কল্যাণ চৌবে জানিয়েছেন, “কলকাতার দুই ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব একটা মহৎ উদ্দেশ্য সফল করতে এগিয়ে এসেছে। দুই ক্লাবের ইতিবাচক ভূমিকায় আমি খুশি। আশা করি এই ডার্বি আগামী দিনে “

[আরও পড়ুন: ইতিহাসে কনিষ্ঠতম, বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান জয় শাহ

চলতি বছর এ পর্যন্ত একটি মাত্র ডার্বি দেখার সুযোগ পেয়েছেন ইস্ট-মোহন সমর্থকরা। সেটা কলকাতা লিগের। তবে ইস্টবেঙ্গল বা মোহনবাগান কোনও দলই নিজেদের সেরা একাদশ নামায়নি সেই ম্যাচে। পরে ডুরান্ডে ডার্বি হওয়ার কথা থাকলেও সেটা বাতিল হয়ে যায়। ফলে ২ সেপ্টেম্বর লখনউয়ের ডার্বি নিয়ে আগ্রহ আছে ফুটবল মহলে। তবে, উত্তরপ্রদেশের ওই ডার্বিতেও সম্ভবত দুই প্রধানের কলকাতা লিগে খেলা দলই খেলবে। আমন্ত্রণমূলক ও ম্যাচে দলের প্রথম সারির তারকাদের খেলিয়ে দুই কোচ ঝুঁকি নেন কিনা সেটাই দেখার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement