স্টাফ রিপোর্টার: সামনে গতবারের আইএসএল চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি। তার পরও জিতে ফেরার বিষয়ে আশাবাদী ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্ট্যানটাইন।
গত মরশুমের ফর্ম এবারও ধরে রেখেছে হায়দরাবাদ (Hyderabad FC)। শেষ ৩ ম্যাচের মধ্যে দুটো হারলেও তার আগে টানা পাঁচ ম্যাচ জিতেছে ম্যানুয়েল রোকার দল। আপাতত শীর্ষে থাকা মুম্বই সিটি এফসির পরই তাদের স্থান। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১৯ পয়েন্ট। সবচেয়ে বড় কথা হল, লিগে সবথেকে ভাল ডিফেন্স নিজামের শহরের ক্লাবেরই। ৯ ম্যাচে মাত্র ৬ গোল হজম করেছে তারা। অর্থাৎ খাতায়-কলমে তো বটেই, ৯০ মিনিটের অতীত লড়াইয়েও এগিয়ে হায়দরাবাদ। তবে এমন দলের বিরুদ্ধে দু’টো বিষয় স্বস্তি দিচ্ছে লাল-হলুদ শিবিরকে।
একদিকে, লিগে নিজেদের তিনটি জয়ের সবকটাই এসেছে অ্যাওয়ে ম্যাচে। অন্যদিকে, গোলের মধ্যেই রয়েছে দলের ফরোয়ার্ড লাইন। পাঁচ গোল করে সোনার বুটের দৌড়ে রয়েছেন ক্লেটন সিলভা। উইঙ্গার নাওরেম মহেশ সিংয়ের পা থেকেও এসেছে খান পাঁচেক অ্যাসিস্ট। যার মধ্যে তিনটিই করেছেন শেষ ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে। গোল করা ও করানোর ক্ষেত্রে পিছিয়ে নেই ভিপি সুহেরও। ফলে আক্রমণ নিয়ে খুব একটা ভাবনা নেই ইস্টবেঙ্গলের (East Bengal)।
There’s no debate on what আমাগো #AussiePola says here. Let’s get the job done on the field! ✊
আজ আমাদের প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। যুদ্ধং দেহী! 🔥#JoyEastBengal #HFCEBFC #HeroISL #আমাগোমশাল #IndianFootball pic.twitter.com/zltW7zB1sA
— East Bengal FC (@eastbengal_fc) December 9, 2022
তবে হায়দরাবাদের বিরুদ্ধেও ডিফেন্স আর মাঝমাঠ নিয়ে ভাবতে হচ্ছে লাল-হলুদ কোচ স্টিফেনকে। চোটের জন্য নেই সার্থক গোলুই। ফলে রাইট ব্যাকে কে খেলবেন, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। কারণ একাধিক সুযোগেও নজর কাড়তে ব্যর্থ অঙ্কিত মুখোপাধ্যায়, সুমিত পাসিরা। আবার মহম্মদ রাকিপের খেলায় তেমন ভরসা নেই কোচের। মাঝমাঠে অমরজিৎ সিং কিয়াম নেই। তাই আক্রমণ শক্তিশালী করেই হায়দরাবাদের বিরুদ্ধে ৩ পয়েন্টের লক্ষ্য নিয়ে ছেলেদের মাঠে নামাবেন কোচ স্টিফেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.