সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডুরান্ড ডার্বির পরে কাদাপাড়া এবং তৎসংলগ্ন কয়েকটি অঞ্চলে আক্রান্ত হন ইস্টবেঙ্গল সমর্থকরা। আজ সোমবার সেই মর্মে ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠক ডাকা হয়। প্রতিটি ডার্বি ম্যাচের শেষে নির্দিষ্ট একটি অঞ্চলে সমর্থকদের আক্রান্ত হওয়ার ঘটনার তীব্র নিন্দা করেন লাল-হলুদ কর্তারা। সাংবাদিক বৈঠকে জানিয়ে দেওয়া হয়, খুব শীঘ্রই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে এব্যাপারে জানানো হবে।
সোমবার ক্লাবের সহ-সচিব রূপক সাহা বলেন, ”গতকাল ম্যাচ শেষে সমর্থকরা যখন বাড়ি ফিরছিলেন, তখন তাঁদের উপরে ইট, লাঠি, রড় নিয়ে হামলা চালানো হয়। জোর করে ক্লাবের জার্সি খুলে ছিঁড়ে ফেলা হয়। ক্লাবের পতাকার অসম্মান করা হয়। ম্যাটাডোর থেকে লোহার রড দিয়ে মারধর করা হয় সমর্থকদের। ছোঁড়া হয় কাচের বোতল। মহিলা সমর্থকদেরও আক্রমণ করা হয়।”
এই বর্বরোচিত ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে ইস্টবেঙ্গল। বিধাননগর পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া হয়েছে ক্লাবের তরফে। কাদাপাড়া ও তৎসংলগ্ন অঞ্চলে আক্রান্ত হয়েছেন যাঁরা, তাঁদেরকে বুধ ও বৃহস্পতিবার ক্লাবে আসার আহ্বান জানানো হয়েছে। তাঁদের আপৎকালীন চিকিৎসার সমস্ত দায়িত্ব ক্লাব বহন করবে। ইস্টবেঙ্গলের তরফে আরও জানানো হয়েছে, অতীতে ওই অঞ্চলের বিধায়ককে জানানো হয়েছিল। ডার্বির আগেরদিন পুলিশকেও জানানো হয়েছিল। কিন্তু সেই পরম্পরা এখনও চলছে। ডার্বির পরে আক্রান্ত হন ইস্টবেঙ্গল সমর্থকরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.