Advertisement
Advertisement
Durand Cup 2024

ডুরান্ডে ইস্টবেঙ্গলের সামনে ডাউনটাউন, চোট সমস্যা নিয়েও জয়ে চোখ কুয়াদ্রাতের

দিমিত্রিয়স একান্তই খেললে, শেষদিকে কিছু সময়ের জন্য মাঠে নামবেন। 

Durand Cup 2024: East Bengal to takes on Downtown in the tournament

ফাইল ছবি।

Published by: Krishanu Mazumder
  • Posted:August 7, 2024 9:01 am
  • Updated:August 8, 2024 4:25 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমের শুরুতেই চোট সমস্যায় জেরবার ইস্টবেঙ্গল। বুধবার ডুরান্ড কাপের (Durand Cup 2024) দ্বিতীয় ম্যাচে লাল-হলুদের প্রতিপক্ষ ডাউনটাউন হিরোজ এফসি। তবে চোটের জন্য সেই ম্যাচে বেশ কয়েকজন ফুটবলারের খেলা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
যেমন দিমিত্রিয়স দিয়ামান্তাকস। লাল-হলুদ জার্সিতে অভিষেক ম্যাচেই ঝড় তুলেছিলেন। গোল করেছেন, করিয়েছেনও। সেই গ্রিক ফরোয়ার্ডই দু’দিন ধরে অনুশীলনে অনুপস্থিত। মঙ্গলবার এলেন না দলের অধিনায়ক ক্লেটন সিলভাও। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের অবশ্য চোট সারিয়ে ফিরতে আরও কিছুদিন সময় লাগবে বলে খবর। তবে কোচ কার্লেস কুয়াদ্রাতের চাপ বাড়িয়েছে দিমিত্রিয়সের চোট। যা পরিস্থিতি, তাতে ডাউনটাউনের বিরুদ্ধে প্রথম একাদশে কোনও বদল আনবেন না তিনি। দিমিত্রিয়স একান্তই খেললে, শেষদিকে কিছু সময়ের জন্য মাঠে নামবেন। 

[আরও পড়ুন: জার্মানির কাছে হেরে অলিম্পিকে সোনার স্বপ্ন শেষ, এবার ব্রোঞ্জের লড়াইয়ে ভারতীয় হকি দল]

আসলে ১৪ আগস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে ইস্টবেঙ্গলের। তাই ডাউনটাউনের বিরুদ্ধে জয় নিয়ে অতিরিক্ত আগ্রাসী হওয়ার রাস্তার হাঁটার উপায় নেই কোচ কুয়াদ্রাতের। নন্দকুমার, প্রভাত লাকড়ারা রিহ্যাব শুরু করলেও বুধবারের ম্যাচে নেই।
ডুরান্ডের উদ্বোধনী ম্যাচে প্রায় যুব দল নিয়েও ডাউনটাউনকে হারিয়েছে মোহনবাগান। তবে কাশ্মীরের দলটি শেষ ম্যাচে বায়ুসেনার বিরুদ্ধে জিতেছে ২-০ গোলে। ফলে প্রতিপক্ষকে হালকা ভাবে নেওয়ার পক্ষপাতী নন কুয়াদ্রাতও। “নকআউটে যাওয়ার বিচারে ডাউনটাউন ম্যাচে তিন পয়েন্ট পাওয়া আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের দল ধীরে ধীরে তৈরি হচ্ছে। আগের ম্যাচে বায়ুসেনার বিরুদ্ধে জয় আমাদের আত্মবিশ্বাসী করবে,” বার্তা লাল-হলুদ কোচের।
(আজ ডুরান্ড কাপে- ইস্টবেঙ্গল বনাম ডাউনটাউন হিরোজ এফসি
সন্ধ্যা ৭.০০, কিশোরভারতী, সোনি টেন স্পোর্টস)

Advertisement

[আরও পড়ুন: অলিম্পিকে ইতিহাস ভিনেশ ফোগাটের, ফাইনালে উঠে নিশ্চিত রুপো, বুধে সোনাজয়ের লড়াই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement