Advertisement
Advertisement

Breaking News

East Bengal

এবার মেসির সতীর্থ ইস্টবেঙ্গলে, বোরহার জায়গায় এলেন প্রাক্তন বার্সা তারকা

নামবেন কি তিনি ডার্বিতে?

East Bengal signs Victor Vazquez । Sangbad Pratidin

মেসির সতীর্থ ভিক্টর। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 31, 2024 6:12 pm
  • Updated:January 31, 2024 6:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বোরহা হেরেরার শূন্যস্থান পূরণ করে ফেলল ইস্টবেঙ্গল (East Bengal)। বার্সেলোনার প্রাক্তনী ভিক্টর ভাসকোয়েজ আসছেন লাল-হলুদ শিবিরে। অভিজ্ঞ ভিক্টরের বার্সেলোনা, টরোন্টো এফসি, লা গ্যালাক্সির মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে।  এখনও ভিসা পাননি স্প্যানিশ তারকা বলেই খবর। ৩ ফেব্রুয়ারি আইএসএলের ডার্বি। তার আগে কি ভিসা পেয়ে যাবেন ভিক্টর? 
সুপার কাপ জেতার পরেই বোরহা হেরেরা ইস্টবেঙ্গল ছেড়ে গোয়ায় চলে যান। সেই শূন্যস্থান পূরণ করার জন্য ভিক্টর ভাসকোয়েজকে আনা হল। লাল-হলুদ কোচ কার্লেস কুয়াদ্রাত বলেন, ”বার্সেলোনা থেকে উত্থান ভিক্টরের। লিওনেল মেসি, জেরার্ড পিকে এবং ফ্যাব্রেগাসের সমসাময়িক ভিক্টর। মাঝমাঠের সৃজনশীল ফুটবলার ভিক্টর। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে ওর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে ভিক্টরের।” 

[আরও পড়ুন: অস্ত্র হাতে ভারতীয় ভূখণ্ডে চিনা সেনা! রুখে দাঁড়ালেন লাদাখের মেষপালকেরা, ভাইরাল ভিডিও]

৩৭ বছরের ভিক্টর বলছেন, ”ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে আমি খুশি। ক্লাবের ইতিহাস সম্পর্কে শুনেছি। কোচ কার্লেস ও কোচ দিমাসের কাছ থেকে সমর্থকদের আবেগের কথাও জেনেছি। আইকনিক ক্লাবকে সাফল্য এনে দেওয়ার চেষ্টা করব। জয় ইস্টবেঙ্গল।”

Advertisement

[আরও পড়ুন: রামমন্দির নিয়ে বিতর্কিত পোস্ট, কংগ্রেসের মণিশঙ্কর আইয়ার ও তাঁর মেয়েকে বাড়ি ছাড়ার নোটিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement