দুলাল দে: লোবেরা পর্ব অতীত। ইস্টবেঙ্গলের নতুন কোচ হচ্ছেন কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। স্প্যানিশ কোচকেই আগামী ২ মরশুমের প্রশিক্ষক হিসাবে চূড়ান্ত করেছেন লাল-হলুদ কর্তারা।
#AmagoFans, here’s the announcement you had been waiting for! ❤️
Join us in welcoming our new Head Coach , who has signed a two-year deal with the Club! ✍️#JoyEastBengal #EmamiEastBengal #WelcomeCoachCuadrat pic.twitter.com/ste1YMPWHK
— East Bengal FC (@eastbengal_fc) April 25, 2023
গত মরশুমের ধারাবাহিক ব্যর্থতার পর স্টিফেন কনস্ট্যান্টাইনকে (Stephen Constantine) যে এই মরশুমের কোচ হিসাবে রাখা হবে না, সেটা অনেক আগেই ঠিক করে ফেলেছিলেন লাল-হলুদ কর্তারা। তবু সুপার কাপের পর স্টিফেনকে ভারতে থাকতে বলা হয়েছিল। কিন্তু মঙ্গলবার সরকারিভাবে স্টিফেনকে বিদায় দিয়ে দিয়েছে লাল-হলুদ শিবির। সূত্রের খবর, স্টিফেনকে সরকারিভাবে বিদায় দেওয়ার আগেই কোচ হিসাবে কুয়াদ্রাতকে চূড়ান্ত করে ফেলেছিলেন ইনভেস্টর এবং ক্লাব কর্তারা।
আগামী মরশুমের কোচ হিসাবে লাল-হলুদ কর্তাদের প্রথম পছন্দ ছিলেন সের্জিও লোবেরা। সেই মতো তাঁর সঙ্গে যোগাযোগও করা হয়েছিল। সূত্রের খবর এফসি গোয়ার প্রাক্তন কোচ লাল-হলুদকে প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু শেষমুহূর্তে ইস্টবেঙ্গলকে ‘ঝুলিয়ে’ দিয়ে অন্য দলে সই করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। লোবেরার না আসা নিশ্চিত হতেই কুয়াদ্রাতের জন্য ঝাঁপান ইস্টবেঙ্গল কর্তারা। আপাতত ডেনমার্কের একটি ক্লাবে অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে কাজ করছেন তিনি। সূত্রের খবর, ইস্টবেঙ্গলের প্রস্তাবে রাজি হয়েছেন কুয়াদ্রাত।
ভারতীয় ফুটবলে কার্লোস কুয়াদ্রাতের পরিসংখ্যান বেশ ভালো। প্রশিক্ষক হিসেবে দু’বার ফেডারেশন কাপ (Federation Cup) জিতেছেন। একবার আই লিগ (I-League) রানার্সও হয়েছেন। শুধু তাই নয়, জিতেছেন আইএসএল (ISL) ট্রফিও। বেঙ্গালুরু এফসির (Bengaluru FC) এই প্রাক্তন কোচকে নিয়ে লাল হলুদ সমর্থকরা আশাবাদী হতেই পারেন। এখন শুধু নতুন মরশুমের দল বাছাই বাকি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.