Advertisement
Advertisement
East Bengal

নিয়মরক্ষার ম্যাচে উজ্জ্বল লাল-হলুদ, সুপার সিক্সে ডায়মন্ড হারবারকে চার গোল ইস্টবেঙ্গলের

প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলায়।

East Bengal outplays Diamond Harbour FC in super six of CFL । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:October 30, 2023 4:40 pm
  • Updated:October 30, 2023 4:55 pm  

ইস্টবেঙ্গলডায়মন্ড হারবার
(জেসিন,মহীতোষ,তুহিন,অভিষেক) (রাহুল পাসোয়ান)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগ (CFL) চ্যাম্পিয়ন আগেই হয়ে গিয়েছে মহামেডান স্পোর্টিং। সোমবারের সুপার সিক্সের ইস্টবেঙ্গল-ডায়মন্ড হারবার এফসি-র (East Bengal vs DHFC) ম্যাচ ছিল নেহাতই নিয়মরক্ষার। দ্বিতীয় স্থান দখল করাই লক্ষ্য লাল-হলুদ ব্রিগেডের। এদিন ইস্টবেঙ্গল ৪-১ গোলে হারাল ডায়মন্ড হারবারকে।
৩৫ মিনিটে জেসিন টিকের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। একক প্রয়াসে তাঁর এই গোল দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ইস্টবেঙ্গল অবশ্য বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে রাহুল পাসোয়ান সমতা ফেরান ডায়মন্ড হারবারের হয়ে। প্রথম হাফে খেলার ফলাফল ছিল ১-১। দ্বিতীয়ার্ধে খেলার ছবি বদলে যায়। 

Advertisement

[আরও পড়ুন: গোঁসা ভুলে ফের কাছাকাছি! ছেলের জন্মদিন একসঙ্গে সেলিব্রেট সানিয়া-শোয়েবের]

৫৪ মিনিটে মহীতোষ রায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। এক চার মিনিট পরেই পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। রোশালকে বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়। পেনাল্টি থেকে গোল করে ইস্টবেঙ্গলকে ২-১-এ এগিয়ে দেন মহীতোষ রায়।
৭৩ মিনিটে রাহুল পাসোয়ান সমতা ফেরাতেই পারতেন ডায়মন্ড হারবারের হয়ে। কিন্তু তাঁর শট বারে লেগে প্রতিহত হয়।
৭৮ মিনিটে তুহিন ডায়মন্ড হারবারের ডিফন্সকে বোকা বানিয়ে ৩-১ করে যান ইস্টবেঙ্গলের অনুকূলে।
৮৯ মিনিটে ফের গোল করে ব্যবধান বাড়ায় ইস্টবেঙ্গল। এক্ষেত্রে অভিষেক কুঞ্জম ৪-১ করেন লাল-হলুদের হয়ে। 

 

[আরও পড়ুন: বিশ্বকাপের মেগা ফাইনালে ফের ভারত-অস্ট্রেলিয়া মহারণ! দাবি করলেন অজি তারকা]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement