সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোয়েসের সিইও সুব্রত নাগ বললেন, “এবার না হলেও সামনের মরশুমে ইস্টবেঙ্গল আইএসএল খেলবেই।” ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র জুড়ে তখন করতালির বন্যা।
ইস্টবেঙ্গলের ৯৯ তম প্রতিষ্ঠা দিবসে সমর্থকদের আকর্ষণের কেন্দ্রে ছিল কোয়েস কর্তার বক্তব্য। এবার তাঁরা আসায় সমর্থকদের মনে ক্লাবকে ঘিরে অন্যরকম আবহ তৈরি হয়েছে। তবে প্রতিষ্ঠা দিবসে একটা খারাপ খবরও এল। ৩ আগস্ট কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলতে হবে টালিগঞ্জের বিরুদ্ধে। কিন্তু বিদেশি স্টপার কাশিমের ক্লিয়ারেন্স এখনও আসেনি। জানা গেল, এর পিছনে নাকি হাত রয়েছে মিনার্ভা কর্ণধার রঞ্জিত বাজাজের। কাশিমকে ইস্টবেঙ্গল সই করানোর পর থেকে হালকা ঝামেলা চলছে ইস্টবেঙ্গল-মিনার্ভার মধ্যে। যার অর্থ, লিগের শুরুতে অনিশ্চিত এই বিদেশি স্টপার।
#QEBFC Be A Part of #Football History@QuessConnect @eastbengalfc
1920 – 2018: 99th Year Of #Football pic.twitter.com/xDV940mmty— East Bengal (@eastbengalfc) August 1, 2018
বুধবার শৃঙ্খলার মধ্যেই পালিত হল ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। সভাপতি, সচিবের বক্তব্যের পর দেখা যায় কোয়েস সিইও সুব্রত নাগকে। সুব্রতবাবু বলেন, “ইস্টবেঙ্গলের অসংখ্য ফ্যানদের আগ্রহ দেখেই আমাদের ক্লাবের শেয়ার হোল্ডার হিসেবে এগিয়ে আসা। ক্লাবের তরফে দল গঠন ছাড়াও বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু ফুটবল দল নয়, একটা স্পোর্টস ক্লাবের পরিবেশ গড়ে তুলতে চাইছি। এত ফ্যান আমাদের। তাদের সুখ-স্বাচ্ছন্দ্যের দিকটাও আমাদের দেখতে হবে।” এরপর আসে আইএসএল-এর প্রসঙ্গ। কোয়েস সিইও বলেন, “আমরা খেলার জন্য তৈরি। কিন্তু আমাদের ইচ্ছের বাইরেও অনেক নিয়ম কানুন থাকে। যদি এই মরশুমে খেলা সম্ভব নাও হয় তো পরের মরশুমে আইএসএল খেলব।”
ইস্টবেঙ্গল ফাউন্ডেশন ডে-তে প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন রাজের্য ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস-সহ প্রাক্তন পূর্তমন্ত্রী ক্ষিতি গোস্বামীও। শুভেচ্ছা জানাতে ফুল নিয়ে আসেন মোহনবাগান কর্তারাও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.