Advertisement
Advertisement
East Bengal

তিরিশ বছর পরে নতুন প্রেসিডেন্ট পেল ইস্টবেঙ্গল, দুদশক বাদে সচিব বদল লাল-হলুদে

নতুন কমিটিতে কারা রয়েছেন?

East Bengal gets new secretary and president
Published by: Krishanu Mazumder
  • Posted:June 12, 2024 5:16 pm
  • Updated:June 12, 2024 7:59 pm  

প্রসূন বিশ্বাস: নতুন সচিব পেল ইস্টবেঙ্গল।  কল্যাণ মজুমদারের চেয়ারে এবার থেকে বসবেন রূপক সাহা। তিনিই ইস্টবেঙ্গলের নতুন সচিব। প্রায় দুদশক পরে লাল-হলুদ পেল নতুন সচিব। মূলত শারীরিক কারণেই কল্যাণ মজুমদার সচিব পদ ছাড়েন। 
 একই সঙ্গে নতুন প্রেসিডেন্টও পেল লাল-হলুদ। প্রণব দাশগুপ্ত তিরিশ বছর ধরে ক্লাব সভাপতি ছিলেন। তাঁর জায়গায় নতুন সভাপতি এলেন লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে। মুরারী লাল লোহিয়া নতুন সভাপতি ইস্টবেঙ্গলের। সভাপতি থেকে মুখ্য উপদেষ্টা হয়েছেন প্রণব দাশগুপ্ত।  

[আরও পড়ুন: ‘স্বপ্ন খুন করা হল আমাদের’, বিতর্কিত গোল নিয়ে রেফারিকে বিঁধলেন স্টিমাচ]

কল্যাণ মজুমদার সচিব পদ ছেড়ে দিলেও তাঁকে ভাইস প্রেসিডেন্ট পদে রাখা হয়েছে। কল্যাণবাবুর সঙ্গে ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন অজয় কৃষ্ণ চট্টোপাধ্যায়, শঙ্কর বাগরী, শুভাশিস চক্রবর্তী ও রাহুল টোডি।
এদিন ক্লাবের নতুন সচিব রূপক সাহা বলেন, ”শতাব্দী প্রাচীন ইস্টবেঙ্গল ক্লবের নবনির্বাচিত কার্যকরী সমিতির প্রথম সভা ছিল আজ। এই সভায় ক্লাব পরিচালনের জন্য যে নতুন কমিটি তৈরি হয়েছে ক্লাবের সর্বাঙ্গীন উন্নতির জন্য প্রয়াস চালানোর বিষয়ে তারা বদ্ধপরিকর।”
নতুন কমিটিতে প্রবীণ ও নবীনের সমানুপাতিক মেলবন্ধনের সঙ্গে রয়েছে সমাজের বিভিন্ন অংশের প্রতিনিধিত্ব। ময়দানের অভিজ্ঞজন-সহ, কর্পোরেট দুনিয়ায় সুনাম অর্জনকারী ব্যক্তিত্বরাও রয়েছেন।
এই সঠিক ভারাসম্য যুক্ত কমিটির মিলিত অভিজ্ঞতাই বর্তমান চাহিদার সঙ্গে সমন্বয় রেখে ইস্টবেঙ্গলকে সঠিক দিশা দেখাতে পারবে বলেই মনে করেন নতুন সচিব রূপক সাহা। লাল-হলুদের একজিকিউটিভ কমিটির সদস্য হিসেবে রয়েছেন প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামী।

Advertisement

ইস্টবেঙ্গল নতুন কমিটি-
সচিব-রূপক সাহা
সহ সচিব-শান্তিরঞ্জন দাশগুপ্ত
অর্থ সচিব-সদানন্দ মুখোপাধ্যায়
কোষাধ্যক্ষ-দেবদাস সমাজদার
ফুটবল সচিব-সৈকত গঙ্গোপাধ্যায়
ক্রিকেট সচিব-সঞ্জীব আচার্য
হকি সচিব-প্রবীর কুমার দফাদার
অ্যাথলেটিক্স সচিব-পার্থ প্রতীম রায়
টেনিস সচিব-ইন্দ্রনীল ঘোষ
মাঠ সচিব -রজত গুহ

[আরও পড়ুন: কাতারের বিতর্কিত গোল নিয়ে ম্যাচ কমিশনারের কাছে দায়ের অভিযোগ, শেষ দেখতে চায় AIFF]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement