এফসি গোয়া: ২ (ব্র্যান্ডন ফার্নান্ডেজ, এদু বেদিয়া)
ইস্টবেঙ্গল: ১ (ক্লেইটন সিলভা)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলের (ISL) দ্বিতীয় ম্যাচেও হারল ইস্টবেঙ্গল (East Bengal)। এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেও হারল স্টিভন কনস্ট্যানটাইনের দল। ম্যাচের প্রথমেই গোল খেয়ে যায় ইস্টবেঙ্গল।প্রথমার্ধে একেবারেই খেলা থেকে হারিয়ে যায় লাল হলুদ ব্রিগেড। দ্বিতীয়ার্ধে সমতা ফেরায় তারা। ২-১ ফলে ম্যাচ শেষ হল যুবভারতীর ম্যাচ।
ম্যাচের প্রথম থেকেই গোয়ার (FC Goa) আক্রমণে দিশেহারা হয়ে পড়ে ইস্টবেঙ্গলের রক্ষণ। সাত মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন ব্র্যান্ডন ফার্নান্ডেজ। পায়ের জাদুতে ইস্টবেঙ্গল অধিনায়ক ইভান গনজালেজকে বোকা বানিয়ে জালে বল জড়িয়ে দেন ব্র্যান্ডন। প্রসঙ্গত, গত মরশুমে গোয়ার হয়েই খেলতেন এদিনের ইস্টবেঙ্গল অধিনায়ক। তা সত্বেও প্রাক্তন সতীর্থদের রণকৌশল বুঝতে পারেননি তিনি। ইভানের ভুলেই ম্যাচে এগিয়ে যায় গোয়া।
এক গোলে এগিয়ে যাওয়ার পরেও আক্রমণে এতটুকু ঢিলে দেয়নি গোয়া। গোল লক্ষ্য করে একাধিক শট মারেন তাদের ফরোয়ার্ডরা। আইএসএলের প্রথম ম্যাচের মতোই এদিনও স্পষ্ট হয়ে গেল লাল হলুদের ফুটবলারদের মধ্যে বোঝাপড়ার অভাব। সুযোগ তৈরি করেও গোলের মুখ খুলতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল।
দ্বিতীয়ার্ধের শুরুতে সহজ গোলের সুযোগ নষ্ট করেন ক্লেইটন সিলভা। বারবার লং পাস খেলতে গিয়েই ডুবল কনস্ট্যানটাইনের দল। তবে প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে অনেক বেশি আক্রমণ করার চেষ্টা চোখে পড়ে। কিন্তু গোয়ার রক্ষণ কার্যত দুর্ভেদ্য হয়ে ওঠে লাল হলুদ ব্রিগেডের কাছে।
৬৩ মিনিটে সমতা ফেরালেন ক্লেইটন সিলভা। তাঁর শট গোললাইন পেরিয়ে যাওয়ার ফলে একটি পেনাল্টি কিক পান তিনি। গোলকিপারের কৌশল বুঝতে এতটুকু ভুল করেননি ব্রাজিলিয় খেলোয়াড়। সোজা গোলের জালে জড়িয়ে যায় তাঁর শট। সমতা ফেরানোর পরে লাগাতার আক্রমণ করতে থাকে দুই দলই। শেষ পর্যন্ত একস্ট্রা টাইমে গোল করে দলকে তিন পয়েন্ট দিলেন এদু বেদিয়া।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.