Advertisement
Advertisement

Breaking News

Derby

যুব ডার্বিতে দাপট ইস্টবেঙ্গলের, ঘরের মাঠে চার গোল খেল মোহনবাগান

অফসাইডের জন্য ইস্টবেঙ্গলের একটি গোল বাতিল হয়।

East Bengal dominated Mohun Bagan in Under 17 youth league । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:December 16, 2023 1:28 pm
  • Updated:December 16, 2023 1:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইএসএলে বড়দের ডার্বি এখনও হয়নি। কলকাতা লিগেও ইস্ট-মোহনের ডার্বির বলই গড়ায়নি। কিন্তু অনূর্ধ্ব ১৭ ইউথ লিগের ডার্বিতে ইস্টবেঙ্গল প্রাধান্য দেখাল। ছোটদের ডার্বিতে শনিবার  ইস্টবেঙ্গল ৪-০ গোলে হারাল মোহনবাগানকে। আরও একটি গোল করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়।
ইস্ট-মোহনের ম্যাচটি ছিল মোহনবাগান মাঠে। সেই ম্যাচে লাল-হলুদ শিবিরের হয়ে গোলগুলো করে গুণরাজ গ্রেওয়াল, দীপু সর্দার, আলফ্রেড লালরিনপুইয়া এবং  দেবজিৎ রায়।  

[আরও পড়ুন: হার্দিক মুম্বইয়ের নেতা হতেই শেষ হয়ে গেল রোহিত-ধোনির মগজাস্ত্রের লড়াই, সিএসকের পোস্ট ভাইরাল]

ছোটদের ডার্বির আগে দুদলের প্রস্তুতি নিয়ে চিন্তায় ছিলেন ইস্ট ও মোহনের কোচ। দুই কোচই চাইছিলেন, এই ম্যাচটা আরও কয়েকটা ম্যাচের পরেই ভালো হয়। তাহলে খেলা আরও ভালো হবে। ইউনাইটেড স্পোর্টসকে ০-১ গোলে হারিয়ে এদিনের ডার্বিতে নেমেছিল মোহনবাগান। অন্যদিকে ইস্টবেঙ্গল ৩-২ গোলে হারায়  মহামেডান স্পোর্টিংকে। 
শনিবার অবশ্য শুরু থেকেই ইস্টবেঙ্গলের দাপট দেখা গিয়েছে। খেলা যত গড়িয়েছে, গোল সংখ্যাও বাড়িয়েছে লাল-হলুদ শিবির। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছে গুণরাজ। 

Advertisement

[আরও পড়ুন: আশঙ্কাই সত্যি, দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন শামি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement