Advertisement
Advertisement
East Bengal

মেটেনি ভিসা সমস্যা, ডার্বিতে ইস্টবেঙ্গল ডাগআউটে বসবেন নতুন কোচ অস্কার ব্রুজো?

লাল-হলুদ ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত শুক্রবারই অস্কারের ভিসা সংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছে।

East Bengal coach Oscar Bruzon faces visa problem before Kolkata Derby

অস্কার ব্রুজো। ফাইল চিত্র।

Published by: Subhajit Mandal
  • Posted:October 16, 2024 4:15 pm
  • Updated:October 16, 2024 4:15 pm  

স্টাফ রিপোর্টার: মঙ্গলবার পর্যন্ত ভিসা জট কাটেনি ইস্টবেঙ্গলের নতুন কোচ অস্কার ব্রুজোর। ফলে শনিবাসরীয় ডার্বির আগে তিনি আদৌ শহরে এসে দলের দায়িত্ব নিতে পারবেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

লাল-হলুদ ম্যানেজমেন্ট সূত্রে খবর, গত শুক্রবারই অস্কারের ভিসা সংক্রান্ত নথি জমা দেওয়া হয়েছে। তবে এখনও ভিসার কাগজ হাতে পাননি তিনি। তারা আশা করছেন, দু-একদিনের মধ্যে জট কেটে যাবে। সেক্ষেত্রে শুক্রবারের মধ্যে তাঁকে কলকাতা নিয়ে আসা হবে। যদিও তাতে শনিবার ডার্বিতে অস্কারকে ডাগআউটে দেখতে পাওয়ায় সম্ভাবনা থাকবে না বললেই চলে। অবশ্য যদি চলতি সপ্তাহের মধ্যে জট না কাটে, তবে ওড়িশা এফসি ম্যাচের আগে নতুন কোচ আদৌ দলের দায়িত্ব নিতে পারবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Advertisement

সেক্ষেত্রে ততদিন পর্যন্ত অন্তর্বর্তী কোচ হিসাবে কাজ চালিয়ে যাবেন বিনো জর্জ। অর্থাৎ কোনও মিরাক্যাল না ঘটে গেলে ডার্বিতে বিনো জর্জের অধীনেই নামতে হবে লাল-হলুদ ব্রিগেডকে। ওড়িশা ম্যাচেও ইস্টবেঙ্গল খেলবে অন্তর্বর্তী কোচের তত্ত্বাবধানেই। এএফসি চ্যালেঞ্জ লিগ থেকে ইস্টবেঙ্গলের দায়িত্ব নেবেন অস্কার।

অন্যদিকে কাঁটা লাল-হলুদ শিবিরে চোট আঘাত সমস্যা কাঁটার পথে। দিমিত্রিয়স দিয়ামান্তাকস, মহম্মদ রাকিপরা সবে চোট সারিয়ে দলের সঙ্গে অনুশীলনে নেমেছেন। এর মধ্যে রাকিপ পুরোদমে অনুশীলন করলেও দিমিত্রিয়স অবশ্য এখনও সতীর্থদের সঙ্গে শুধু ওয়ার্ম আপ সারছেন। দু-একদিনের মধ্যে তিনি পুরোদমে অনুশীলন শুরু করবেন বলে টিম ম্যানেজমেন্ট সূত্রে খবর। ডার্বিতে তাঁকে পাওয়া যাবে বলেই আশাবাদী লাল-হলুদ শিবির।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement