Advertisement
Advertisement

Breaking News

East Bengal

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব’, সুপার সিক্সে যেতে মরিয়া অস্কার, আইএসএলে নজর মেসিরও

গোল করে দলকে জিতিয়ে তৃপ্ত ইস্টবেঙ্গলের মেসি।

East Bengal coach eyes super six spot in ISL
Published by: Anwesha Adhikary
  • Posted:February 27, 2025 4:50 pm
  • Updated:February 27, 2025 4:50 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমের শুরুতে টানা ৬ ম্যাচে হারতে হয়েছিল। সেই সময়ে অতি বড় ইস্টবেঙ্গল সমর্থকও ভাবতে পারেননি, মরশুমের শেষে পৌঁছে সুপার সিক্সে ওঠার হাতছানি থাকবে লাল-হলুদ ব্রিগেডের সামনে। কিন্তু আইএসএলে প্রথমবার টানা তিন ম্যাচ জিতে এখন স্বপ্ন দেখছেন মেসি বাউলিরা। কোচ অস্কার ব্রুজো বলছেন, শেষ নিঃশ্বাস পর্যন্ত আইএসএলের নকআউটে ওঠার চেষ্টা চালিয়ে যাবেন।

প্রত্যেকটা ম্যাচ জিতলেও হাজারো অঙ্ক কষতে হবে। তবে গিয়ে সুপার সিক্সের টিকিট মিলবে। এমন মরণবাঁচন পরিস্থিতিতে পড়েও দুরন্ত লড়াই চালাচ্ছে ইস্টবেঙ্গল। বুধবার ঘরের মাঠে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে অজস্র ভুল করলেও শেষ ১৫ মিনিটে ঘুরে দাঁড়িয়েছে লাল-হলুদ ব্রিগেড। জোড়া গোলে জিতে ছিনিয়ে নিয়েছে তিন পয়েন্ট। সদ্য দলে যোগ দেওয়া মেসি বাউলির গোলে জয় নিশ্চিত করে ইস্টবেঙ্গল। পয়েন্ট টেবিলের ৮ নম্বরে থাকা ইস্টবেঙ্গল এখনও অঙ্কের বিচারে চলে যেতে পারে সেরা ছয়ে।

Advertisement

তাই শেষ বাঁশি না পর্যন্ত দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যেতে চাইছেন লাল-হলুদের হেডস্যর অস্কার ব্রুজো। ম্যাচ শেষ হওয়ার পরে তিনি বলেন, “তিন সপ্তাহ আগেও অনেকে বলেছিলেন আমাদের সম্ভাবনা শূন্য শতাংশ। কিন্তু এখন দলের সবাই সেরা ছয়ে পৌঁছনোর স্বপ্ন দেখছে। সপ্তাহদুয়েক আগেও আমরা ১১ নম্বরে ছিলাম। তবে আমাদের পারফরম্যান্স ভালো কিছুর ইঙ্গিত দিয়েছিল। আমরা অবশ্যই সেরা ছয়ে উঠতে চাই। সে জন্য অন্যান্য ম্যাচের ফলের ওপরও আমাদের নির্ভর করতে হবে। তবে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা চালিয়ে যাব আমরা।”

গোল করে দলকে জিতিয়ে তৃপ্ত ইস্টবেঙ্গলের মেসিও। বুধবার ম্যাচের সেরা হয়েছেন ক্যামেরুনের স্ট্রাইকার। তাঁরও পাখির চোখ এখন সুপার সিক্স। ম্যাচ শেষে বললেন, এ বার বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি জয়ের ধারা বজায় রাখতে পারি এবং আমাদের শেষ ম্যাচটা (বনাম নর্থইস্ট ইউনাইটেড) ঘরের মাঠেই হবে। আশা করি, ভাল খেলব আমরা। আপাতত বেঙ্গালুরু-ম্যাচটাই আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ।” এএফসি লিগের ম্যাচ থাকলেও আপাতত সেসব নিয়ে ভাবছেন না মেসি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub