Advertisement
Advertisement

Breaking News

East Bengal ISL

‘অনেক পথ বাকি’, তিন বছরের হতাশা কাটিয়ে সমর্থকদের মুখে হাসি ফোটানোর অঙ্গীকার কুয়াদ্রাতের

জর্ডনের বিকল্পের খোঁজে ইস্টবেঙ্গল।

East Bengal coach Carles Cuadrat feeling confident about upcoming season । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:September 13, 2023 4:14 pm
  • Updated:September 13, 2023 6:29 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও শুরু হয়নি আইএসএল (ISL)। তার প্রস্তুতি শুরু করে দিয়েছে ক্লাবগুলো। আজ বুধবার ছিল আইএসএলের মিডিয়া ডে। সেখানেই সংবাদ মাধ্যমকে ইস্টবেঙ্গল (East Bengal) কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) বলছেন, ”দীর্ঘ কাজ বাকি।”

দেশের মেগা ফুটবল টুর্নামেন্টে এখনও পর্যন্ত হতশ্রী পারফরম্যান্স দেখিয়েছে লাল-হলুদ শিবির। কার্লেস কুয়াদ্রাতের হাতে পড়ে এই ইস্টবেঙ্গলকে আগের থেকে অনেকটাই উজ্জ্বল দেখাচ্ছে। ডুরান্ড কাপের ফাইনালে মোহনবাগানের কাছে হেরে খেতাব হাতছাড়া হলেও লাল-হলুদের লড়াই কিন্তু দর্শকদের মন জিতে নিয়েছে। সামনে আরও বড় টুর্নামেন্ট আইএসএল রয়েছে। সেই টুর্নামেন্টে সমর্থকদের খুশি করতে মুখিয়ে কুয়াদ্রাত। 

Advertisement

[আরও পড়ুন: Asia Cup 2023: ওয়েলালাগের স্পিনে বেসামাল ভারত, টিম ইন্ডিয়ার সমালোচনায় গম্ভীর]

সেই মেগাটুর্নামেন্ট প্রসঙ্গে কুয়াদ্রাত বলেন, ”গত কয়েকবছরে ইস্টবেঙ্গলের সময়টা ভাল যায়নি। খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে ফুটবলারদের। ডুরান্ড কাপে ৬টি ম্যাচ খেলেছি। ভাল দলে পর্যবসিত হওয়ার জন্য আমাদের আরও কাজ করে যেতে হবে। ২৫-৩০টা ম্যাচের পরেই বোঝা যাবে দল হিসেবে আমরা কতটা উন্নতি করেছি। দীর্ঘ একটা টুর্নামেন্ট সামনে। এই প্রথমবার হয়তো একাধিক চ্যাম্পিয়ন কোচ রয়েছেন একটা টুর্নামেন্টে। প্রত্যেকটি দলই শক্তিশালী। প্রতিটি দলের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছি। আইএসএল শুরু হতে এখনও সময় আছে।” 

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের রক্ষণভাগকে নিরাপত্তা দিয়েছেন জর্ডন এলসে। কিন্তু ফাইনালে হাঁটুতে চোট লাগে তাঁর। অজি ডিফেন্ডারের পরিবর্ত কে? কুয়াদ্রাত বলছেন, ”অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা পেশাদার দল। জর্ডনের পরিবর্তে অন্য প্লেয়ার আনা হবে। সেই চেষ্টা করা হচ্ছে।” এদিকে এশিয়ান গেমসের জন্য ফুটবলার ছাড়তে হবে। কুয়াদ্রাত কী করবেন? ফুটবল ক্যালেন্ডার সম্পর্কে তাঁর ধারণা স্পষ্ট। জাতীয় দলের জন্য প্লেয়ার পাঠাবেন তিনি। তার তালিকাও পাঠিয়ে দেওয়া হয়েছে ফেডারেশনকে। কুয়াদ্রাত বলছেন, ”ফিফার নিয়ম মেনেই চলব, দেশের জন্য যেটা সেরা হবে, সেটাই আমরা করব।”

[আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের কাজে গতি আনতে নয়া কর্মসূচি রাজ্যপালের, চালু হেল্পলাইন]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement