সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাল হলুদ সমর্থকদের অপেক্ষার অবসান ঘটল। সোমবার ভোরবেলা কলকাতা পৌঁছলেন ইস্টবেঙ্গলের (East Bengal) কোচ কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat)। দলের নতুন কোচকে স্বাগত জানাতে মাঝরাতেই কলকাতা বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন প্রায় শতাধিক লাল হলুদ সমর্থক। নতুন কোচ শহরে পা রাখতেই তাঁকে সংবর্ধনা দেন ভক্তরা। স্প্যানিশ কোচের কাছে ইস্টবেঙ্গল সমর্থকদের একটাই আবদার, অধরা সাফল্য এনে দিন ক্লাবকে।
সোমবার শহরে আসবেন প্রিয় দলের কোচ, সেকথা জানতে পেরে রবিবার রাত থেকেই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় জমান বহু লাল হলুদ সমর্থক। দলের নতুন কোচের নামে জয়ধ্বনি দিয়ে বিমানবন্দর চত্বর ভরিয়ে তোলেন তাঁরা। স্প্যানিশ কোচ পৌঁছনোমাত্র হাততালি আর গানবাজনায় তাঁকে স্বাগত জানায় লাল হলুদ ফ্যান ব্রিগেড। পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনাও জানানো হয় কুয়াদ্রাতকে। গলায় পরিয়ে দেওয়া হয় লাল-হলুদ উত্তরীয়। কুয়াদ্রাতের সঙ্গে কলকাতায় চলে এসেছেন লাল হলুদের সহকারী কোচ দিমাস ডেলগাডোও।
নতুন কোচকে দেখতে পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত লাল হলুদ সমর্থকরা। বহুদিন ধরেই সাফল্যের মুখ দেখেনি ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু নতুন কোচের হাত ধরেই ট্রফির খরা কাটবে বলে আশাবাদী ভক্তরা। সমর্থকদের কারও মতে, কোচ সাফল্য এনে দিন, তাহলে চিরকৃতজ্ঞ থাকবে লাল হলুদ ভক্তরা। কুয়াদ্রাতের হাত ধরেই লাল হলুদে নতুন যুগ শুরু হতে চলেছে, সেই স্বপ্নেই বিভোর ভক্তকুল।
ক্লাবের নতুন কোচ শহরে পা রাখার দিনেই মাঠে নামবে ইস্টবেঙ্গল। কলকাতা লিগে বিএসএসের বিরুদ্ধে খেলতে নামবে তারা। তবে সেই ম্যাচ দেখতে যাবেন না কুয়াদ্রাত। জানা গিয়েছে, সিনিয়র দলের বেশ কয়েকজন ফুটবলারকেই সোমবারের ম্যাচে খেলতে দেখা যেতে পারে। কারণ ডুরান্ড কাপের আগে তাঁদের ম্যাচ প্র্যাক্টিসের দরকার বলেই মনে করছেন লাল হলুদের নয়া কোচ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.