Advertisement
Advertisement

Breaking News

East Bengal

কলকাতা লিগে অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল, অপরাজিত থেকে পাকা সুপার সিক্স

২-০ গোলে রেনবো এসিকে হারাল লাল-হলুদ ব্রিগেড।

East Bengal beats Rainbow AC, reaches Super Six of CFL

ছবি: সংগৃহীত

Published by: Anwesha Adhikary
  • Posted:August 20, 2024 6:23 pm
  • Updated:August 20, 2024 6:23 pm  

প্রসূন বিশ্বাস: কলকাতা লিগে অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল। চলতি টুর্নামেন্টে একটাও ম্যাচ না হেরে সুপার সিক্সে পৌঁছে গেল লাল হলুদ ব্রিগেড। মঙ্গলবার মাঠজুড়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদী আবহে রেনবো এসিকে ২-০ গোলে হারালেন সঞ্জীব ঘোষরা। চলতি কলকাতা লিগের প্রথম দল হিসাবে এদিন ইস্টবেঙ্গল জায়গা করে নিল সুপার সিক্সে।

আর কি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের খুন এবং ধর্ষণের প্রতিবাদে উত্তাল কলকাতা। শিল্পী থেকে আমজনতা- পথে নেমে প্রতিবাদে শামিল হয়েছেন সকলেই। বাদ পড়েননি ক্রীড়াবিদরাও। প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছেন মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু। অগণিত ফুটবলপ্রেমীও পথে নেমে দাবি তুলেছেন, আর জি কর কাণ্ডে সুবিচার চাই।

Advertisement

[আরও পড়ুন: গোলের সেলিব্রেশন থেকে ভক্তদের ব্যানার, ম্যাচ জুড়ে ‘জাস্টিস ফর আর জি কর’ বার্তা ইস্টবেঙ্গলের

প্রতিবাদের আবহেই মঙ্গলবার শুরু হয় কলকাতা লিগে রেনবো এসি বনাম ইস্টবেঙ্গলের ম্যাচ। খেলা শুরু হওয়ার থেকেই নজর কেড়েছিল সমর্থকদের আনা বিশাল ব্যানার। গ্যালারির একটা বড় অংশ জুড়ে ছিল ‘তোমার শহর, আমার শহর, পাশে আছি আর জি কর’ ব্যানার। তবে ম্যাচ চলাকালীন আচমকাই মাঠে বিদ্যুৎ বিভ্রাট। বন্ধ হয়ে যায় সম্প্রচারকারী চ্যানেলের বিদ্যুৎ সরবরাহ। তার জেরে শেষ পর্যন্ত ম্যাচ দেখতে পাননি ফুটবলপ্রেমীরা।

ম্যাচে অবশ্য আগাগোড়া দাপট ছিল লাল-হলুদেরই। ৭৫ মিনিটে গোল করেন সঞ্জীব ঘোষ। তার পরেই গ্যালারির দিকে ছুটে এসে ‘উই ওয়ান্ট জাস্টিস ফর আর জি কর’ লেখা জার্সি তুলে ধরেন লাল-হলুদ ফুটবলাররা। গোলদাতা সঞ্জীব না থাকলেও জার্সি তুলে ধরেন বাথালা সুনীল, তন্ময় দাস, সুমন দে এবং হীরা মণ্ডল। ম্যাচের শেষ দিকে এসে ফের গোল করেন মহম্মদ কে আশিক। ২-০ গোলে জিতে সুপার সিক্স পাকা লাল-হলুদ ব্রিগেডের। ১০ ম্যাচের মধ্যে ৯টিতেই জিতে ছুটছে অপ্রতিরোধ্য ইস্টবেঙ্গল। এদিনের আরেক ম্যাচে জর্জ টেলিগ্রাফকে ২-০ হারিয়েছে ভবানীপুর।

[আরও পড়ুন: ‘বিজয়ী ভব’, প্যারালিম্পিকে ভারতীয়দের নতুন নজির গড়তে উৎসাহ মোদির

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement