ইস্টবেঙ্গল: ৩ (পিন্টু, কোলাডো, মার্কোস)
মহামেডান: ২ (বোরহা-আত্মঘাতী, আর্থার)
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিনি ডার্বিতে দুর্দান্ত জয়। ঘরোয়া লিগে জয়ের দৌঁড়ে এখন সবচেয়ে এগিয়ে ইস্টবেঙ্গলই। বৃহস্পতিবার যুবভারতীতে টানটান ম্যাচে মহামেডানকে ৩-২ গোলে হারিয়ে দিল লাল-হলুদ শিবির। জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষস্থানে পৌঁছাল ইস্টবেঙ্গল। দশ ম্যাচে তাদের পয়েন্ট ২০। গোল পার্থক্য প্লাস ৭।
এই ম্যাচের উপরই নির্ভর করছিল এবারের কলকাতা লিগের ভাগ্য। অনেকেই বলছিলেন, বৃহস্পতিবারই নির্ধারিত হয়ে যাবে ঘরোয়া লিগ কে জিতবে। মহামেডানের কাছে ৩৮ বছর পর লিগ জয়ের সুযোগ ছিল। কিন্তু, সেই অসাধ্য সাধন করতে হলে এদিন জিততেই হত সাদা-কালো ব্রিগেডকে। অন্যদিকে, আগের ম্যাচে পিয়ারলেসের হারের ফলে লিগের লড়াইয়ে হঠাৎ কামব্যাক হয় ইস্টবেঙ্গলের। তাদের কাছে সুযোগ ছিল, এই ম্যাচ জিতে নিজেদের কাজটা সেরে রাখার। যদিও, লিগ জিততে হলে এখনও পিয়ারলেসের ফলাফলের উপর নির্ভর করতে হবে ইস্টবেঙ্গলকে।
এদিন ম্যাচ শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে দেখা গেল ইস্টবেঙ্গলকে। মাত্র ১২ মিনিটেই প্রথম গোলটি পেয়ে যায় লাল-হলুদ শিবির। কমলপ্রীতের ক্রস থেকে দুর্দান্ত দক্ষতায় মহামেডানের জালে বল জড়িয়ে দেন পিন্টু মাহাতো। যদিও, সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি লাল-হলুদ শিবির। ২৪ মিনিটে সুজিতের শক্তিশালী শট থেকে আত্মঘাতী গোল করে ফেলেন ইস্টবেঙ্গলের বোরহা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই অবশ্য ফের এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের মধ্যে হ্যান্ড বল করায় লালকার্ড দেখেন মহামেডানের সাইফুর রহমান। পেনাল্টি থেকে ব্যবধান আরও বাড়িয়ে ফেলেন কোলাডো। দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে মার্কোস গোল করে লিড আরও বাড়ান। এরপর কিছুটা কামব্যাক করে মহামেডান। ৮৩ মিনিটে গোল করে ব্যবধান কমান মহামেডানের আর্থার। কিন্তু, তা কাজে লাগেনি।
শেষ পর্যন্ত হারের ফলে লিগের লড়াই থেকে ছিটকে গেল মহামেডান। অন্যদিকে, এই জয়ের ফলে লিগের শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল। তবে, লিগ জয়ের জন্য এখনও তাদের তাকিয়ে থাকতে হবে পিয়ারলেসের ফলাফলের দিক। পিয়ারলেসের গোলপার্থক্য ইস্টবেঙ্গলের থেকে অনেকটাই ভাল। আপাতত ক্রোমাদের গোলপার্থক্য প্লাস ১০।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.