Advertisement
Advertisement

Breaking News

East Bengal

কোচিতে ক্রেসপো ম্যাজিক, জয়ের সরণিতে ইস্টবেঙ্গল

গ্যালারিতে বসে দলের দাপট দেখলেন কোচ কার্লেস কুয়াদ্রাত।

East Bengal beats Kerala Blasters
Published by: Anwesha Adhikary
  • Posted:April 3, 2024 9:30 pm
  • Updated:April 3, 2024 10:19 pm  

ইস্টবেঙ্গল: ৪ (ক্রেসপো পেনাল্টি-সহ ২, মহেশ ২)

কেরালা ব্লাস্টার্স: ২ (কেরনিচ, হিজাজি-আত্মঘাতী)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে জয়ের সরণিতে ফিরল ইস্টবেঙ্গল (East Bengal)। অ্যাওয়ে ম্যাচে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন মশালবাহিনীর। ৪-২ গোলে কেরল ব্লাস্টার্সকে (Kerala Blasters) হারালেন সল ক্রেসপোরা। বেঞ্চ নয়, গ্যালারিতে বসে দলের দাপট দেখলেন ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কুয়াদ্রাত। জোড়া গোল করে লালহলুদ ব্রিগেডের নায়ক সল ক্রেসপো ও মহেশ সিং। তবে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হল কেরলের দুই ফুটবলারকে। 

পয়েন্ট তালিকায় ১১ নম্বরে দল। টিমটিম করে জ্বলছে প্রথম ছয়ে ওঠার সম্ভাবনা। এহেন পরিস্থিতিতে অ্যাওয়ে ম্যাচ শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে। পঞ্চম স্থানে থাকা টিমের বিরুদ্ধে ডাগ আউটে থাকবেন না কোচও। তার পরে রয়েছে কেরলের দর্শকদের শব্দব্রহ্ম। কিন্তু বুধবারের ম্যাচে এত সমস্যাকে হেলায় উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। পিছিয়ে পড়েও বিপক্ষের দুর্গ থেকে ম্যাচ জিতে নিল মশালবাহিনী।

[আরও পড়ুন: বিশাখাপত্তনমে নাইট ঝড়, নিজেদের সেরা রান কেকেআরের

ম্যাচের শুরু থেকে বেশ কয়েকবার সুযোগ তৈরি করলেও ইস্টবেঙ্গল গোল করতে পারেনি। উলটে প্রতিআক্রমণে গিয়ে ২৩ মিনিটে গোল করে দেন কেরনিচ। তবে ৪৫ মিনিটে জিকসন লাল কার্ড দেখে বেরিয়ে যাওয়ার পরেই খেলা ঘুরতে থাকে। পেনাল্টি থেকে গোল শোধ করেন ক্রেসপো। ১-১ ফলে শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।  

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বারবার সুযোগ তৈরি হলেও কিছুতেই গোল অবধি যেতে পারছিলেন না মহেশরা। ৭১ মিনিটে গোল করেন ক্রেসপো। ৭৪ মিনিটে নাওচা সিং লাল কার্ড দেখে বেরিয়ে যেতে আরও সহজ হয়ে যায় ইস্টবেঙ্গলের কাজ। ৮২ মিনিটে দুরন্ত গোল মহেশের। তবে খানিকক্ষণের মধ্যে আত্মঘাতী গোল করে ফেলেন হিজাজি মাহের। একেবারে শেষদিকে ৮৭ মিনিটে আবার গোল করে দলের জয় নিশ্চিত করেন মহেশ। দুরন্ত জয়ের ফলে একলাফে লিগ টেবিলে ৭ নম্বরে উঠে এল লালহলুদ ব্রিগেড। আবার অক্সিজেন পেল প্লে অফে খেলার আশা।

[আরও পড়ুন: ‘দেখ মা আমিও উড়তে পারি’, জোড়া ম্যাচ জিতিয়ে আবেগঘন বার্তা ‘নায়ক’ ময়ঙ্কের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement