Advertisement
Advertisement

Breaking News

বৃষ্টিভেজা যুবভারতীতে গোকুলাম বধ, ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল

সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড।

East Bengal beats Gokulam FC, reaches semifinal of Durand Cup | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 25, 2023 7:57 pm
  • Updated:August 25, 2023 8:10 pm  

ইস্টবেঙ্গল: ২ (এলসি, বউবা-আত্মঘাতী)

গোকুলাম এফ সি: ১ (বউবা)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অব্যাহত ইস্টবেঙ্গলের (East Bengal) জয়রথ। ডুরান্ড কাপের (Durand Cup) সেমিফাইনালে পৌঁছে গেল লাল হলুদ ব্রিগেড। শুক্রবার যুবভারতীতে গোকুলাম এফসিকে (Gokulam FC) ২-১ ফলে হারিয়ে দিলেন কার্লেস কুয়াদ্রাতের ছাত্ররা। চলতি মরশুমে একবারও ম্যাচ হেরে মাঠ ছাড়েনি ইস্টবেঙ্গল। সেই ধারাই বজায় থাকল ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালেও। বৃষ্টিভেজা মাঠে দুরন্ত পারফর্ম করে জয় পেল ইস্টবেঙ্গল। সেমিফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের মুখোমুখি লাল হলুদ ব্রিগেড। 

ম্যাচের প্রথম মিনিটেই সাফল্য পায় ইস্টবেঙ্গল। মাঠের প্রান্ত থেকে ক্রস ভাসিয়ে দেন মহেশ। ঠিক গোলের সামনেই ওঁত পেতে ছিলেন এলিস। ভেসে আসা ক্রসে মাথা ছুঁইয়ে গোলে পাঠিয়ে দেন বল। ম্যাচের প্রথমেই সাফল্য পেয়ে আরও আঁটসাট ফুটবল খেলতে শুরু করে লাল হলুদ ব্রিগেড। বেশ কয়েকবার গোলের সুযোগ এলেও অবশ্য স্কোরবোর্ড পালটাতে পারেনি ইস্টবেঙ্গল। 

[আরও পড়ুন: ফাইনালে নিজেকে ছাপিয়ে যাবেন, বড় মন্তব্য ‘সোনার ছেলে’ নীরজের]

দ্বিতীয়ার্ধে অবশ্য বেশ গোছানো ফুটবল খেলা শুরু করে গোকুলাম। পিছিয়ে থাকা অবস্থাতেও ম্যাচে ফেরার তাগিদ দেখা যায় ফুটবলার মধ্যে। ৫৭ মিনিটের মাথায় ম্যাচে ফেরে গোকুলাম। অনবদ্য হেড মেরে গোল করেন বউবা। তবে ম্যাচ জেতার মরিয়া লড়াই চালিয়ে যায় ইস্টবেঙ্গল। ৭৮ মিনিটে মাঠের প্রান্ত থেকে ক্রস বাড়ান নিশু কুমার। সেই বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের গোলেই জড়িয়ে দেন বউবা। সেখানেই ম্যাচে ভাগ্য লেখা হয়ে যায়। ডুরান্ড কাপের সেমিফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। 

[আরও পড়ুন: মজার টুইট! চাঁদে তিন স্পিনার, এক সিমার ও একজন অলরাউন্ডার নিয়ে নামবেন ওয়াসিম জাফর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement