সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বারাসত স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে কলকাতা লিগে রবিবারের ম্যাচ জিতে লিগ শীর্ষে চলে গেল ইস্টবেঙ্গল৷ ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট৷ প্রথমার্ধ গোলশূন্য হওয়ার পর ৭২ মিনিটের মাথায় মেহতাবের কর্নার থেকে হেডে গোল করেন কালাম অ্যাঙ্গাস৷ তাঁর গোলের সুবাদে রঞ্জন চৌধুরির টালিগঞ্জের বিরুদ্ধে ১-০ ব্যবধানে জিতল ইস্টবেঙ্গল৷
অথচ এই অ্যাঙ্গাসকে সই করানোর সময় কর্তারা নিশ্চিত ছিলেন না, তাঁকে সারা মরশুম রাখা যাবে কি না৷ তাই পুরো মরশুমের জন্য চুক্তি না করে তাঁর সঙ্গে স্বল্প সময়ের চুক্তি করা হয়েছে৷ তাঁকে জানিয়ে রাখা হয়, কলকাতা লিগের পারফরম্যান্স দেখে আই লিগের জন্য চুক্তি বাড়ানো হবে৷ আজকের ম্যাচে গোল না করলে এই ব্রিটিশ নাগরিকের কপালে দুঃখ ছিল! লিগ শেষ হলেই তাঁকে বিদায় জানিয়ে দেওয়া হতে পারত৷ যদিও আজ গোল করে থেকে যাওয়ার আশা জিইয়ে রাখলেন অ্যাঙ্গাস৷ দ্বিতীয়ার্ধে তিনি ও ডং প্রায় আইসিইউ-তে চলে যাওয়া ইস্টবেঙ্গলের আক্রমণকে বাঁচিয়ে তুললেন৷
প্রথমার্ধে কোনও দলই গোলের মুখ খুলতে পারেনি৷ একাধিকবার গোলের সুযোগ পেয়েও টালিগঞ্জের রক্ষণের কাছে আটকে যায় মর্গ্যানের ছেলেরা৷ দুই দলেরই বল পজেশন ছিল ৫০-৫০৷ তুলনামূলক হালকা প্রতিপক্ষের ডিফেন্সের সামনে বেশ নড়বড়ে দেখাচ্ছিল ইস্টবেঙ্গলের ফরোয়ার্ড লাইনকে৷ প্রথমার্ধে অ্যালফ্রেডের শট ক্রসবারে লাগে৷ ৩৯ মিনিটে রাকেশ মাসির লম্বা শট গোলপোস্টের অনেক উপর দিয়ে উড়ে যায়৷ প্রশংসা করতেই হবে টালিগঞ্জের গোলকিপার কুনজাংয়ের৷ ১০ মিনিটের মাথায় কর্নার থেকে গোল করার সুযোগ পান মেহতাব৷ কিন্তু গোল তো করতে পারলেনই না, বরং পালসাং লামাকে ট্যাকল করতে গিয়ে হলুদ কার্ড দেখলেন তিনি৷ দুই দলই এদিন বডি কন্ট্যাক্ট গেম খেলল৷ বারাসতের কৃত্রিম ঘাসের মাঠ অতিরিক্ত বর্ষায় ফুটবলারদের কাছে অভিশাপ হয়ে দেখা দিল বেশ কয়েকবার৷ জোরে শট করলেও বল ঠিক মতো গড়াচ্ছিল না৷
লিগে শুরুটা ভালই করেছিল টালিগঞ্জ৷ প্রথম তিন ম্যাচে তাদের সংগ্রহ ছিল সাত পয়েন্ট৷ গত ম্যাচে এরিয়ানের বিরুদ্ধে হারতে হয় তাদের৷ এদিনের ফের হারের পর কিছুটা হলেও ধাক্কা খেল টালিগঞ্জের আত্মবিশ্বাস৷ পাশাপাশি গত দেড় মাস তাদের অনুশীলন করতে হচ্ছে লেক কালীবাড়ির পাশের ছোট এক মাঠে৷ যার অবস্থা খুবই খারাপ৷ সোমবার কলকাতা লিগে মোহনবাগান গ্রাউন্ডে পিয়ারলেসের মুখোমুখি হবে মোহনবাগান৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.