শিলাজিৎ সরকার: বৃহস্পতিবার প্রয়াত হন ভারতীয় ফুটবলের কিংবদন্তি তুলসীদাস বলরাম (Tulsidas Balaram)। ইস্টবেঙ্গলের হয়ে দীর্ঘদিন ধরে খেললেও তাঁর মরদেহে ক্লাবের পতাকা জড়ানো গেল না। মোহনবাগানের তরফেও পতাকা দিতে বারণ করা হয় কিংবদন্তির পরিবারের তরফে। জানা গিয়েছে, বৃহস্পতিবারই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
বলরামের প্রয়াণের খবর পেয়েই উপস্থিত হন দুই প্রধানের প্রতিনিধিরা। ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবের তরফে হাজির ছিলেন দেবব্রত সরকার। মোহনবাগানের (Mohun Bagan) এক্সিকিউটিভ কমিটির সদস্য সোমেশ্বর বাগুইও উপস্থিত ছিলেন। বলরামের মরদেহে পতাকা দিয়ে সম্মান জানাতে চান তাঁরা প্রত্যেকেই। তবে পরিবারের তরফে অনুমতি দেওয়া হয়নি। শোনা গিয়েছিল, অভিমানী বলরাম নিজেই চাননি মৃত্যুর পর ক্লাবে নিয়ে যাওয়া হোক তাঁর মরদেহ। পতাকা দেওয়া নিয়েও আপত্তি ছিল তাঁর।
এদিন উপস্থিত ছিলেন ফেডারেশন (AIFF) প্রেসিডেন্ট কল্যাণ চৌবেও (Kalyan Chaubey)। ভারতীয় কিংবদন্তির প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন তিনি। প্রয়াণের খবর শুনে তিনি বলেন, “পিকে ব্যানার্জী, চুনী গোস্বামী ও তুলসীদাস বলরাম- ভারতীয় ফুটবলের অবিস্মরণীয় তিন নায়ক। বলরামের মৃত্যু ভারতীয় ফুটবলের অপূরণীয় ক্ষতি।”
জানা গিয়েছে, বৃহস্পতিবারেই উত্তরপাড়ায় নিয়ে যাওয়া হবে প্রাক্তন ফুটবলারের মরদেহ। দীর্ঘদিন ধরে সেখানকার বাসিন্দা ছিলেন বলরাম। উত্তরপাড়া থেকে শ্রীরামপুরে নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) জানিয়েছেন, যথাযোগ্য মর্যাদায় তুলসীদাস বলরামের শেষকৃত্য করা হবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.